পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে শ্রীলঙ্কার শক্তিশালী স্কোয়াড

sri lanka cricket
ফাইল ছবি: এএফপি

১০ বছর পর দেশের মাটিতে টেস্ট ম্যাচ আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। সেখানে দুই ম্যাচের সিরিজ খেলতে রাজি হয়েছে শ্রীলঙ্কা। সিরিজের জন্য ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে দলটি। আছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমালের মতো অভিজ্ঞ তারকারা।

শুক্রবার (২৯ নভেম্বর) ঘোষিত স্কোয়াডে একটি পরিবর্তন এনেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। গেল অগাস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন স্পিনার আকিলা দনঞ্জয়া। অবৈধ বোলিং অ্যাকশনের কারণে বর্তমানে তিনি এক বছরের নিষেধাজ্ঞার শাস্তি ভোগ করছেন। তার জায়গায় দলে ফিরেছেন পেসার কাসুন রাজিথা।

২০০৯ সালে লাহোরে সন্ত্রাসী হামলার শিকার হয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। ওই ন্যাক্কারজনক ঘটনার পর পাকিস্তানের মাটি থেকে একরকম নির্বাসিত হয় ক্রিকেট। দীর্ঘদিন দেশটিতে খেলতে যায়নি কোনো দল। গেল সেপ্টেম্বর-অক্টোবরে পাকিস্তান সফরে গিয়েছিল শ্রীলঙ্কা। তখন তারা তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিল।

অক্টোবরেই টেস্ট সিরিজ খেলার সূচি ছিল দুদলের যা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নিরপেক্ষ ভেন্যুতে। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ চলাকালে পাকিস্তান তাদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শ্রীলঙ্কা বোর্ডকে সন্তুষ্ট করাতে সক্ষম হয়। যার প্রেক্ষিতে আগামী ডিসেম্বরে সেখানে অনুষ্ঠিত হবে টেস্ট সিরিজ।

নিরাপত্তা ইস্যুতে সাদা বলের সিরিজ দুটি থেকে নাম সরিয়ে নিয়েছিলেন শ্রীলঙ্কার সেরা তারকারা। আনকোরাদের নিয়ে খেলতে গিয়েছিল দলটি। তবে এবারে ম্যাথিউস-চান্দিমালের পাশাপাশি লাল বলে খেলতে নিয়মিত অধিনায়ক দিমুথ করুনারত্নে, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকভেলা, সুরঙ্গা লাকমল, কুশল পেরেরাদের সবাই যাচ্ছেন পাকিস্তান।

রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১১ ডিসেম্বর। আট দিন পর মাঠে গড়াতে যাওয়া দ্বিতীয় টেস্টের ভেন্যু করাচি।

১৬ সদস্যের শ্রীলঙ্কা দল:

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা (উইকেটরক্ষক), লাহিরু থিরিমান্নে, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকভেলা, দিলরুয়ান পেরেরা, লাসিথ এম্বুলদেনিয়া, সুরঙ্গা লাকমল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা ও লাকশান সান্দাকান।

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

13m ago