শাকিব খান কেনো দেড় মাস পর শুটিংয়ে ফিরলেন?

প্রায় দেড় মাস পর ‘বীর’ ছবির মাধ্যমে শুটিংয়ে ফিরলেন শাকিব খান। ছবিটির চরিত্রের জন্য নিজেকে আলাদা করে প্রস্তুত করার জন্যই এতোটা সময় নিয়েছেন তিনি।
shakib_khan.jpg
শাকিব খান। স্টার ফাইল ছবি

প্রায় দেড় মাস পর ‘বীর’ ছবির মাধ্যমে শুটিংয়ে ফিরলেন শাকিব খান। ছবিটির চরিত্রের জন্য নিজেকে আলাদা করে প্রস্তুত করার জন্যই এতোটা সময় নিয়েছেন তিনি।

শাকিব খানের এসকে ফিল্মস প্রযোজিত তৃতীয় সিনেমা ‘বীর’-এর প্রথমধাপের শুটিং হয় মাস কয়েক আগে। তখন শাকিবের ছোটবেলার দৃশ্য ধারণ করা হয়েছিলো। তারপর থেমে ছিলো ‘বীর’-এর শুটিং। এরপর আজ থেকে পুবাইলে শুরু হয়েছে ছবিটির শুটিং। সেখানে অংশ নেওয়ার মধ্য দিয়ে প্রায় দেড়মাস পর শুটিংয়ে ফিরলেন শাকিব।

শাকিব খান দ্য ডেইলি স্টার অনলাইনকে  বলেন, “গতকাল সন্ধ্যা থেকেই পুবাইলে ‘বীর’-এর শুটিং করছি। সপ্তাহ দুয়েক টানা কাজ চলবে। এখন পুরো সময়টাতে শুধু ‘বীর’ ছবি নিয়েই থাকবো।”

তিনি আরও বলেন, কিছুদিন শুটিং থেকে দূরে ছিলাম শুধুমাত্র ‘বীর’-এর জন্য। এ সিনেমায় চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে কিছুটা সময় লেগেছে। ‘বীর’-এর গল্পটাই এমন যে, আমাকে প্রস্তুত হতে বাধ্য করেছে।”

২০১৪ সালে ‘হিরো দ্য সুপারস্টার’ এবং ‘পাসওয়ার্ড’-এ দুটি সিনেমা প্রযোজনা করে সাফল্য পায় শাকিব খান ফিল্মস (এসকে ফিল্মস)। এই  প্রতিষ্ঠানের তৃতীয় সিনেমা হলো ‘বীর’।

‘বীর’ ছবিটি পরিচালনা করছেন পরিচালক কাজী হায়াৎ। এ ছবির মাধ্যমে প্রথমবার শাকিব খানকে নিয়ে সিনেমা করছেন তিনি।

Comments

The Daily Star  | English

Metro rail launches Friday operations

Trains will leave Uttara North Station for Motijheel between 3:30pm and 9:00pm every Friday

16m ago