লন্ডন ব্রিজে ছুরি হামলা, আটক ১
যুক্তরাজ্যের রাজধানীর কেন্দ্রে অবস্থিত লন্ডন ব্রিজে ছুরি হামলার ঘটনা ঘটেছে। এসময় এক ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশ গুলি ছুড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দেশটির এক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, টুইটারে প্রকাশিত ১৪ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে, লন্ডন ব্রিজের ওপর শুয়ে থাকা এক ব্যক্তির কাছ থেকে সতর্কতার সঙ্গে দূরে সরে গিয়ে অবস্থান নিয়েছেন তিনজন পুলিশ সদস্য।
ওপর থেকে নেওয়া ওই ভিডিওতে আরও দেখা যায়, ওই ব্যক্তি নড়াচড়ার চেষ্টা করছেন এবং দুইজন পুলিশ সদস্য তার দিকে অস্ত্র তাক করে রয়েছেন। রয়টার্স যদিও ভিডিওটির সঙ্গে ঘটনার সত্যতা যাচাই করতে পারেনি।
দেশটির এক পুলিশ কর্মকর্তা বলেছেন, “স্থানীয় সময় ২টার দিকে লন্ডন ব্রিজে ছুরি হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকে এক ব্যক্তিকে আটক করেছে তারা।”
এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছেন ওই পুলিশ কর্মকর্তা।
তিনি আরও বলেন, “এখানে একটি ছুরি হামলার ঘটনা ঘটেছে এবং পুলিশ সন্দেহভাজন এক দুর্বৃত্তকে লক্ষ্য করে গুলি ছুড়েছে।”
Comments