বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সিলেটের কানাইঘাট উপজেলার দোনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীদের (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
২৮ নভেম্বর বিকালে এই ঘটনা ঘটলেও ২৯ নভেম্বর বিকালে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর, তারা মরদেহটি সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্যে পাঠান।
নিহত সালমান আহমেদ (১৮) কানাইঘাট উপজেলার বড়খেউর গ্রামের আবুল হোসেনের ছেলে।
জকিগঞ্জ বিজিবি ব্যাটেলিয়ন-১৯ এর কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্নেল সাঈদ হোসেন বলেন, সীমান্ত অতিক্রম করে ভারতের প্রবেশের সময় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে তারা জানতে পেরেছেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা বলেন, “সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে মরদেহ উদ্ধার করে তা ময়না তদন্তের জন্যে হাসপাতালে পাঠানো হয়।”
“নিহতের বুকে গুলি লেগেছে” উল্লেখ করে তিনি বলেন, “মরদেহটি বাংলাদেশ সীমান্তের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। আমাদের ধারণা, নিহত ব্যক্তির সহযোগীদের কেউ হয়তো তাকে সীমানার ভেতরে এনে রেখেছে।”
কেনো সে সীমান্ত অতিক্রম করেছিলো যে বিষয়ে নিহতের পরিবারের সদস্যরা কিছু জানাতে পারেননি বলে মন্তব্য করেন ওসি।
Comments