‘রোমা ট্র্যাজেডি’ ফিরে আসতে পারে, সতর্ক করেছিলেন মেসি

২০১৭-১৮ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ইতালিয়ান ক্লাব এএস রোমার মাঠে অনুষ্ঠিত হয়েছিল এক রোমাঞ্চকর ম্যাচ। বার্সেলোনার জন্য অবশ্য তা বিয়োগান্তক অধ্যায়। প্রথম লেগে ৪-১ ব্যবধানে এগিয়ে থাকলেও দ্বিতীয় লেগে ৩-০ গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছিল তারা।
গেল ২০১৮-১৯ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। লিভারপুলের কাছে হেরে অবিশ্বাস্যভাবে সেমিফাইনাল থেকে বাদ পড়ে যায় বার্সা। ওই ম্যাচের বিরতিতে সাজঘরে দলটির অধিনায়ক লিওনেল মেসি ‘রোমা ট্র্যাজেডি’ ফিরে আসতে পারে হুঁশিয়ার করেছিলেন সতীর্থদের। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওর বদৌলতে জানা গেছে বিষয়টি।
ইউরোপের সেরা ক্লাব আসরে গেলবার ফাইনালের মঞ্চে বলা চলে এক পা দিয়েই রেখেছিল বার্সেলোনা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে তারা ৩-০ ব্যবধানে হারিয়েছিল ইংলিশ ক্লাব লিভারপুলকে। কিন্তু অ্যানফিল্ডে ফিরতি লেগে ধরাশায়ী হয় স্প্যানিশ দলটি। ম্যাচ হেরে যায় ৪-০ গোলে। ফলে দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে পিছিয়ে থাকায় সেমিফাইনাল থেকেই বাড়ির পথ ধরতে হয়েছিল মেসিদের।
লিভারপুলের বিপক্ষে দ্বিতীয় লেগের প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে পিছিয়ে ছিল বার্সা। সেসময় সাজঘরে সতীর্থদের সেরাটা নিংড়ে দিতে তাগিদ দেওয়ার পাশাপাশি ‘রোমা ট্র্যাজেডি’র পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছিলেন আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড।
জাপানভিত্তিক গণমাধ্যম ‘রাকুতেন টিভি’তে সম্প্রতি প্রচারিত হয়েছে একটি ডকুমেন্টারি। তার একটি অংশে মেসিকে সতীর্থদের উদ্দেশে কথা বলতে দেখা যায়।
‘ছেলেরা, চলো আমরা আরও এক ধাপ এগিয়ে যাই।’
‘এই সুযোগটা আমরা নষ্ট করতে পারি না।’
‘সেরাটা উজাড় করে দাও, আমরা প্রায় পৌঁছে গেছি।’
‘আমরা (দ্বিতীয়ার্ধে) শক্তিশালীভাবে শুরু করব।’
‘মনে রেখ, রোমায় যা ঘটেছিল তা আমাদের ভুল। অন্য কারও না।’
‘একই ঘটনা আবারও ঘটতে দেওয়া যাবে না।’
তবে মেসির হুঁশিয়ারি সত্ত্বেও কোনো কাজ হয়নি। ম্যাচের পরের ৪৫ মিনিটে তিন গোল হজম করে ছিটকে যায় বার্সেলোনা। মেসিদের জন্য আরেক বিয়োগান্তক অধ্যায়ের জন্ম হয়।
Comments