জাবালে নূর বাসচাপায় রাজীব-দিয়া নিহতের মামলায়

২ চালকসহ ৩ জনের যাবজ্জীবন, মালিক ও হেলপার খালাস

জাবালে নূর পরিবহনের দুই চালক মাসুম বিল্লাহ ও জোবাইর হোসেন সুমন এবং পলাতক হেলপার কাজী আসাদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ঢাকার আদালত এবং খালাস পেয়েছেন মালিক জাহাঙ্গীর ও হেলপার ইনায়েত।
শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের নিহত শিক্ষার্থী দিয়া খানম মিম (বামে) এবং আবদুল করিম ওরফে রাজীব। ছবি: সংগৃহীত

জাবালে নূর পরিবহনের দুই চালক মাসুম বিল্লাহ ও জোবাইর হোসেন সুমন এবং পলাতক হেলপার কাজী আসাদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ঢাকার আদালত এবং খালাস পেয়েছেন মালিক জাহাঙ্গীর ও হেলপার ইনায়েত।

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় রাজীব-দিয়া নিহতের মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েস আজ (১ ডিসেম্বর) এই রায় দেন।

যুক্তি-তর্ক উপস্থাপন শেষে গত ১৪ নভেম্বর আদালত রায়ের জন্যে আজকের দিনটি নির্ধারণ করেন।

অভিযুক্তদের মধ্যে জামিনে থাকা শাহাদতের মামলার ওপর হাইকোর্ট গত বছরের ৭ নভেম্বর স্থগিতাদেশ দেন এবং আসাদ পলাতক রয়েছেন।

গত বছরের ৬ সেপ্টেম্বর গোয়েন্দা বিভাগের পরিদর্শক কাজী শরিফুল ইসলাম অভিযুক্তদের বিরুদ্ধে মহানগর মুখ্য হাকিমের কাছে অভিযোগপত্র দায়ের করেন।

২৫ অক্টোবর মহানগর দায়রা জজ আদালত অভিযুক্তদের চার্জশিট গঠন করেন এবং বিচারকাজ শুরু হয় ১ নভেম্বর।

৪১ জন প্রত্যক্ষদর্শীর মধ্যে ৩৭ জন সাক্ষ্যপ্রমাণ দেন।

২০১৮ সালের ২৯ জুলাই বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের দুটি বাসের রেষারেষিতে নিহত হন শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী আব্দুল করিম রাজীব (১৮) এবং দিয়া খানম মিম (১৭)।

সেদিনই নিহত মিমের বাবা জাহাঙ্গীর আলম ফকির ক্যান্টনমেন্ট থানায় হত্যা মামলা দায়ের করেন।

রাজীব ও মিমের মৃত্যুর খবরে সারাদেশে স্কুল শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ শুরু করেন।

আরও পড়ুন:

জাবালে নূরের মালিক, চালকসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

থেঁতলানো দেহ আর ‘...হাসি পুষ্পের হাসি’

শিক্ষার্থীদের বিমানবন্দর সড়ক অবরোধ

দিয়া ও করিমের পরিবারকে ২০ লাখ টাকা করে অনুদান

রাজধানীজুড়ে শিক্ষার্থীদের প্রতিবাদ

Comments

The Daily Star  | English

After OCs, EC orders to transfer UNOs

In the first phase, it asked to transfer all UNOs who have been working in their respective upazilas for more than a year

57m ago