ডোপ টেস্টে ধরা পড়ে নিষেধাজ্ঞার মুখে কাজি অনিক
অনেক সম্ভাবনা নিয়ে দেশের ক্রিকেটে পা রেখেছিলেন বাঁহাতি পেসার কাজি অনিক। তবে ফুল হয়ে ফোটার আগেই ঝরে পড়ার অবস্থা তার। জাতীয় ক্রিকেট লিগ খেলার সময় ডোপ টেস্টে ধরা পড়ে বড়রকমের শাস্তির মুখে আছেন তিনি।
এবার জাতীয় লিগে ঢাকা মেট্রোর হয়ে খেলেন অনিক। এই সময়ে তার ডোপ টেস্টের ফল পজেটিভ আসে। প্রধান নির্বাচক ও জাতীয় লিগের টেকনিক্যাল কমিটির প্রধান মিনহাজুল আবেদিন নান্নু অনিকের ডোপ টেস্টে পজেটিভ আসার কথা নিশ্চিত করেছেন, ‘আমরা জানি ও ডোপ টেস্টে পজিটিভ। একারণেই ও আমাদের কোন পরিকল্পনায় নেই। তবে এখনই সিদ্ধান্ত নিতে পারছি না। কেননা বিসিবি মেডিক্যাল বিভাগের প্রতিবেদন হাতে পাইনি। হাতে পেলে মিটিং করে ওর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেব।’
নিয়ম অনুযায়ী ২১ বছর বয়েসী বাঁহাতি এই পেসার দুই থেকে পাঁচ বছর পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন, ‘বাইলজ অনুযায়ী ডোপে পজিটিভ একজন ক্রিকেটার ২-৫ বছর নিষিদ্ধ হতে পারেন। ওর ক্ষেত্রেও তাই হবে।’
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নজর কাড়া বোলিং করে নজরে এসেছিলেন অনিক। ভবিষ্যতের পেস আক্রমণের প্রতিশ্রুতিশীল তারকা হিসেবে ধরা হচ্ছিল তাকে। কিন্তু সর্বোচ্চ পর্যায়ে নামার আগেই কক্ষপথ থেকে ছিটকে যাচ্ছেন তিনি।
ডোপ টেস্টের ফলের কারণেই এবার বিপিএলের ড্রাফটেও রাখা হয়নি তাকে।
Comments