ইয়াসির শাহর বীরত্বপূর্ণ সেঞ্চুরির পরও বিপদে পাকিস্তান

ছবি: এএফপি

প্রথম ইনিংসেই বিশাল রানের বোঝা চাপিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। এরপর ব্যাটিংয়ে নেমেই বিপর্যয় পাকিস্তানি ব্যাটসম্যানদের। বাবর আজম ছাড়া স্বীকৃত কোন ব্যাটসম্যান লড়াই করতে পারেননি। তবে বোলার থেকে রীতিমতো পুরোদুস্তর ব্যাটসম্যান বনে বাবরকে দারুণ সঙ্গ দেন ইয়াসির শাহ। শুধু তাই নয়, তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও। কিন্তু তারপরও বিপদ কাটেনি পাকিস্তানের। ফলোঅনে তো পড়েছেই। দেখছে ইনিংস হারও।

এডিলেড টেস্টের তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার চেয়ে ২৮৪ রানে পিছিয়ে আছে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩৯ রান করতে হারিয়ে ফেলেছে টপ অর্ডারের তিন উইকেট। এর আগে প্রথম ইনিংসে ৩০২ রানে অলআউট হয়ে যায় তারা। নিজেদের প্রথম ইনিংসে ৩ উইকেটে ৫৮৯ রান করে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।

আগের দিনের ৬ উইকেটে ৯৬ রান নিয়ে ব্যাট করতে নেমে পাকিস্তান এদিনের শুরুটা করে দুর্দান্ত। ৪৩ রানে অপরাজিত থাকা বাবরের সঙ্গে দারুণ এক জুটি গড়েন ইয়াসির। ১০৫ রানের জুটি গড়ে ফলোঅন এড়ানোর পথেই ছিলেন তারা। কিন্তু এরপর বাবর আউট হয়ে গেলে কার্যত শেষ হয়ে যায় সে আশা। যদিও এরপর মোহাম্মদ আব্বাসকে নিয়ে ৮৭ রানের আরও একটি দারুণ জুটি গড়েছেন ইয়াসির। কিন্তু শেষ রক্ষা করতে পারেননি।

তবে নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলেছেন ইয়াসির। আন্তর্জাতিক তো বটেই ঘরোয়া ক্রিকেটেও এর আগে কখনো সেঞ্চুরির মুখ দেখেননি তিনি। ২১৩ বলে ১৩টি চারের সাহায্যে ১১৩ রানের ইনিংস খেলেন তিনি। ১৩টি চারে নিজের ইনিংসটি সাজান তিনি। ১৩২ বলে ৯৭ রান করেন বাবর। ১১ চারের সাহায্য এ রান করেন তিনি। আব্বাসের ব্যাট থেকে আসে ২৯ রান।

অস্ট্রেলিয়ার পক্ষে ৬৬ রানের খরচায় ৬টি উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। কামিন্স পান ৩টি উইকেট।

ছয় বছর পর ফের ফলোঅনে পড়া পাকিস্তান দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে। জস হ্যাজলউডের তোপে দলীয় ২০ রানেই ৩ উইকেট হারিয়ে বসে তারা। শেষ পর্যন্ত ৩ উইকেট ৩৯ রান করার বৃষ্টি নামলে নির্ধারিত সময়ের আগেই শেষ হয় এদিনের খেলা।

ওপেনার ইমাম-উল-হক ফিরেছেন খালি হাতেই। ৯ রান করে স্টার্কের বলে স্টিম স্মিথের হাতে ক্যাচ দিয়েছেন অধিনায়ক আজহার আলী। আর আগের ইনিংসে দলের হাল ধরা বাবর আউট হন ব্যক্তিগত ৮ রানে। শান মাসুদ ১৪ ও আসাদ শফিক ৮ রানে অপরাজিত রয়েছেন। অসিদের পক্ষে ১৫ রানের খরচায় ২টি উইকেট নেন হ্যাজলউড।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৫৮৯/৩ ডি.

পাকিস্তান ১ম ইনিংস: (আগের দিন ৯৬/৬) (মাসুদ ১৯, ইমাম ২, আজহার ৯, বাবর ৯৭, আসাদ ৯, ইফতিখার ১০, রিজওয়ান ০, ইয়াসির ১১৩, শাহিন ০, আব্বাস ২৯, মুসা ১২*; স্টার্ক ৬/৬৬, কামিন্স ৩/৮৩, হ্যাজলউড ১/৪৮, লায়ন ০/৬৫, ল্যাবুশেন ০/৩২, স্মিথ ০/৬)। 

পাকিস্তান ২য় ইনিংস: ১৬.৫ ওভারে ৩৯/৩ (মাসুদ ১৪, ইমাম ০, আজহার ৯, বাবর ৮, আসাদ ৮*; স্টার্ক ১/১০, হ্যাজলউড ২/১৫, কামিন্স ০/১৪)। 

Comments

The Daily Star  | English
Clash between Chittagong University students and locals

Clash between CU students, locals: Section 144 imposed in Hathazari

Section 144 will remain in effect from 2:00pm today until 12:00pm tomorrow

1h ago