নাশকতার পরিকল্পনা, শিবিরের ২০ নেতাকর্মী আটক

Shibir.jpg
পুলিশের হাতে আটক শিবিরের ২০ নেতাকর্মী। ছবি: স্টার

ব্রাহ্মণবাড়িয়ার আল-হেরা হাফিজিয়া মাদরাসায় গোপন বৈঠক চলাকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আজ (১ ডিসেম্বর) বেলা ১২টার দিকে শহরের ভাদুঘর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম উদ্দিনের দাবি, বিজয় দিবসকে সামনে রেখে নাশকতা চালানোর উদ্দেশ্যে তারা গোপনে বৈঠক করছিলেন।

আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রশিবিরের সভাপতি ও কসবা উপজেলার আকছিনা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মো. নুরুল আমীন (২৭), কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ গ্রামের আবুল খায়ের মহিবুল্লাহর ছেলে মো. হাবিবুর রহমান (২০), কসবা উপজেলার লকবা গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো. জামিল উদ্দিন (২৫), একই উপজেলার কৃষ্ণপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. আম্মার হোসাইন (২০), আখাউড়া উপজেলার দেবগ্রাম গ্রামের মৃত আব্দুল মোমেনের ছেলে সালমান পারভেজ (২১), একই উপজেলার ধর্মনগর গ্রামের ওসমান গনির ছেলে শেখ সাদিক (২১), জিকুটিয়া গ্রামের মো. মোতাহার হোসেনের ছেলে মো. হায়দর রাফী (১৮), নাসিরনগর উপজেলার গোয়ালনগর গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে নাইমুল ইসলাম (২৮), বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে হাসান মুহাম্মদ (২১), একই গ্রামের মো. শেখ ফরিদের ছেলে মো. কাউছার হোসাইন (২০), মো. আলী আজগরের ছেলে মো. সাইফুল ইসলাম (২০), একই উপজেলা আদমপুর গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে মো. আবু সাঈদ (১৯), একই উপজেলা আমানপুর গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে মো. জাকারিয়া (১৮), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর গ্রামের আবুল খায়েরের ছেলে মো. মাহমুদ (২০), ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারা এলাকার মোস্তাক খানের ছেলে মো. মিনহাজ (১৮), নবীনগর উপজেলার গোপালপুর গ্রামের মো. সাইদুর রহমানের ছেলে মো. জহিরুল ইসলাম (২২), একই উপজেলার লাউর ফতেহপুর গ্রামের মৃত হুমায়ূন কবীরের ছেলে মো. আলামিন (২২), মাঝিকাড়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে মো. জাহিদুল ইসলাম (২৪), জল্লি গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. সাহাবুদ্দীন (১৯) ও বাঞ্ছারামপুর উপজেলার মৃত তুজু মিয়ার ছেলে মো. শাহ জালাল (২৭)।

অভিযানের সময় পুলিশ ওই মাদরাসা থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, সিডি, সরকারবিরোধী লিফলেট, পোস্টার, চাঁদা আদায়ের রশিদ, কর্ম-পরিকল্পনার ডায়েরি ও একটি কম্পিউটার জব্দ করেছে।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ওসি।

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

13m ago