দেশ এখন সন্ত্রাস, ধর্ষণ ও দুর্নীতির রোল মডেল: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে বলা হচ্ছে- বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। কীসের উন্নয়নের রোল মডেল? এখন যেটা দাঁড়িয়েছে, তা হচ্ছে- দেশ এখন সন্ত্রাসের রোল মডেল, নারী-শিশু ধর্ষণের রোল মডেল, দুর্নীতির রোল মডেল।
আজ (১ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, টাকা বানানো একটা রোগ। সেই রোগে তো আপনারাই সবচেয়ে বেশি আক্রান্ত। আপনার সোনার ছেলেরা, তাদেরকে এখন ধরে ধরে আনছেন। তাদেরকে বলার চেষ্টা করছেন- তোমরা এখন ভালো হয়ে যাও।”
তিনি বলেন, “বাংলাদেশে কেউ নিরাপদ না। এটা একটা সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছে। আওয়ামী লীগ সমাজকে বিভক্ত করে ফেলেছে।”
বিএনপির এই নেতা বলেন, “আওয়ামী লীগের সবচেয়ে বড় অপরাধ তারা সমাজকে বিভক্ত করে ফেলেছে এবং দূষিত করে ফেলেছে। ভয়ে এখন কেউ কথা বলতে চায় না। স্বাধীনতা যুদ্ধের পরও এ ধরনের অবস্থা হয়েছিলো।”
তিনি বলেন, “আওয়ামী লীগ প্রত্যেকটি প্রতিষ্ঠানকে পরিকল্পিতভাবে ধ্বংস করে ফেলেছে। বিচার ব্যবস্থাকে পুরোপুরিভাবে দলীয়করণ করে ফেলেছে, প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। গণমাধ্যম- যা গণতন্ত্রের প্রধান বিবেক হিসেবে কাজ করে, তাদের ওপরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করা হয়েছে।”
ফখরুল বলেন, “রাষ্ট্রের প্রতিষ্ঠান নিগৃহীত হলে রাষ্ট্রও নিগৃহীত হয়। এ জন্য আওয়ামী লীগকে জবাবদিহি করতে হবে।”
Comments