রুটের ডাবল সেঞ্চুরি, ড্রয়ের পথে হ্যামিল্টন টেস্ট

সিরিজ হার ঠেকাতে হ্যামিল্টন টেস্টে দারুণ কিছু করতেই হবে ইংলিশদের। অধিনায়ক জো রুটের দুর্দান্ত ব্যাটিংয়ে তেমন কিছুর ইঙ্গিতও দিচ্ছিল দলটি। কিন্তু হঠাৎ করে তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। মূলত নিল ওয়েগনারের তোপে পড়ে দলটি। ফলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। আর টেস্ট আগাচ্ছে ড্রয়ের পথে। প্রথম টেস্টে জয় পাওয়ায় এ টেস্টে ড্র করলেই সিরিজ জিতবে কিউইরা।
ছবি: এএফপি

সিরিজ হার ঠেকাতে হ্যামিল্টন টেস্টে দারুণ কিছু করতেই হবে ইংলিশদের। অধিনায়ক জো রুটের দুর্দান্ত ব্যাটিংয়ে তেমন কিছুর ইঙ্গিতও দিচ্ছিল দলটি। কিন্তু হঠাৎ করে তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। মূলত নিল ওয়েগনারের তোপে পড়ে দলটি। ফলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। আর টেস্ট আগাচ্ছে ড্রয়ের পথে। প্রথম টেস্টে জয় পাওয়ায় এ টেস্টে ড্র করলেই সিরিজ জিতবে কিউইরা।

চতুর্থ দিন শেষে ৫ রানে পিছিয়ে আছে নিউজিল্যান্ড। দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৯৬ রান করেছে দলটি। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৪৭৬ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। স্বাগতিকরা প্রথম ইনিংসে করেছিল ৩৭৫ রান।

৫ উইকেটে ২৬৯ রান নিয়ে চতুর্থ দিনের ব্যাটিং শুরু করে ইংল্যান্ড। এদিনের শুরুটাও করে তারা দুর্দান্ত। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান জো রুট ও ওলি পোপ দুর্দান্ত এক জুটি গড়েন। স্কোরবোর্ডে ১৯৩ রান যোগ করেন এ দুই ব্যাটসম্যান। ফলে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় সফরকারীরা। তবে এ জুটি ভাঙতে নিল ওয়েগনারের তোপে পড়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংলিশদের ব্যাটিং লাইন আপ। শেষ ৫ উইকেট তারা হারায় মাত্র ২১ রান তুলতেই।

আগের দিনই সেঞ্চুরি তুলে নেওয়া রুট ডাবল সেঞ্চুরি করেই থামেন। ২২৬ রান করে স্যান্টনারের বলে আউট হন তিনি। ৪৪১ বলে ২২টি চার ও ১টি ছক্কার সাহায্যে এ রান করেন অধিনায়ক। পোপের ব্যাট থেকে ৭৫ রান। ২০২ বলের ধৈর্যশীল ইনিংসটি সাজিয়েছেন ৬টি চারের সাহায্যে। নিউজিল্যান্ডের পক্ষে ১২৪ রানের খরচায় ৫টি উইকেট পান ওয়েগনার।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার জিত রাভালকে হারায় কিউইরা। আরেক ওপেনার টম লাথাম আউট হন ব্যক্তিগত ১৮ রানে। তবে তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ৬৮ রানের জুটি গড়ে দলের হাল ধরেছেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান অধিনায়ক কেন উইলিয়ামসন ও রস টেইলর। উইলিয়ামসন ৩৭ ও টেইলর ৩১ রানে অপরাজিত রয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর: (চতুর্থ দিন শেষে)

নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৩৭৫

ইংল্যান্ড ১ম ইনিংস: (আগের দিন ২৬৯/৫) (বার্নস ১০১, সিবলি ৪, ডেনলি ৪, রুট ২২৬, স্টোকস ২৬, ক্রলি ১, পোপ ৭৫, কারান ১১, ওকস ০, আর্চার ৮, ব্রড ০; সাউদি ২/৯০, হেনরি ১/৮৭, ওয়েগনার ৫/১২৪, মিচেল ০/৬৯, স্যান্টনার ১/৮৮)।

নিউজিল্যান্ড ২য় ইনিংস: ৩৪ ওভারে ৯৬/২ (লাথাম ১৮, রাভাল ০, উইলিয়ামসন ৩৭*, টেইলর ৩১*; ব্রড ০/১৮, কারান ১/২৬, আর্চার ০/১৯, ওকস ১/৮, স্টোকস ০/১৭, ডেনলি ০/০)।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

2h ago