বিপিএলের জমকালো উদ্বোধনের প্রস্তুতি
বিপিএলের জন্য শুরু হয়েছে তোড়জোড়। মিরপুর একাডেমি মাঠে অনুশীলনে প্রতিদিনই লেগে আছে ক্রিকেটারদের ভিড়। ঠিক পাশের মূল মাঠে আপাতত অনুশীলন বন্ধ, এখানে তৈরি করা হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানের বিশাল মঞ্চ। এবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আয়োজন করা হচ্ছে বিপিএল। তাই উদ্বোধনী আয়োজনে থাকছে জাকঝমকপূর্ণ। বিসিবি জানিয়েছে উদ্বোধনী অনুষ্ঠান মাতাতে থাকছেন দেশি-বিদেশি তারকারা।
৮ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠেই হবে উদ্বোধনী অনুষ্ঠান। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এই আয়োজন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ‘আপনারা জানেন যে আমরা বঙ্গবন্ধু বিপিএলের যে উদ্বোধনী অনুষ্ঠান হবে সেটার দিনক্ষণ ৮ তারিখ নির্ধারণ করেছি। আমরা আশা করছি বাংলাদেশের প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। ইতোমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি। বিদেশি শিল্পীদের সমন্বয়ে একটি আকর্ষণীয় অনুষ্ঠান আয়োজন করতে পারব বলে আশা করছি।’
বিদেশী শিল্পীদের তালিকায় সব নামই মূলত ভারতের। বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফের কথা শোনা গেলেও বিসিবি এখনো আনুষ্ঠানিকভাবে কারো নাম জানাচ্ছে না, ‘এই মুহূর্তে আমাদের অনেকের সঙ্গে কথা হচ্ছে। আমি নির্দিষ্ট করে কিছু বলতে চাচ্ছি না। এটা বিপিএল গভর্নর কমিটি চূড়ান্ত করবে। অনেকের সঙ্গে কথা হয়েছে, চূড়ান্তও হয়েছে। বিষয়টি আমরা বিপিএল গভর্নর কমিটি চূড়ান্ত করলেই জানাতে পারব।’
বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে দেশি তারকাদের মধ্যে থাকতে পারেন সঙ্গীতশিল্পী মমতাজ, ব্যান্ড তারকা জেমস।
উদ্বোধনী অনুষ্ঠানে সর্বনিম্ন ১ হাজার থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকার টিকেটের মূল্যও এরমধ্যে নির্ধারণ করা হয়েছে।
বিকেল ৫টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে চলবে রাত পর্যন্ত। মাঠের খেলা অবশ্য গড়াবে আরও তিনদিন পর। ১১ ডিসেম্বর দুপুর দেড়টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার্সের ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএলের নতুন আসর।
Comments