বায়ুদূষণ রোধে ব্যবস্থা নেবে ভ্রাম্যমাণ আদালত: মেয়র খোকন
রাজধানী ঢাকার বায়ুদূষণের প্রধান উৎস রাস্তাঘাটের ধুলাবালি, ক্ষতিকারক ধোঁয়া এবং কাদা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বায়ুদূষণ রোধে অবৈধ নির্মাণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
আজ (২ ডিসেম্বর) নগরীর ধুলাদূষণ প্রতিরোধ গৃহীত বিশেষ কর্মসূচির উদ্বোধনকালে তিনি জানান, রাস্তাঘাটের ধুলাবালি নিয়ন্ত্রণে প্রতিদিন সকাল ৬টা থেকে সাড়ে ৮টা এবং বিকালেও একটি নির্দিষ্ট সময়ে নগরীর প্রধান সড়কগুলোতে পানি ছিটানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বায়ুতে দূষণের পরিমাণ নির্ণয়কারী অ্যাপ ‘এয়ারভিজ্যুয়াল’-এ গত ২৫ নভেম্বর রাজধানী ঢাকাকে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর নগরী হিসেবে দেখা যায়। এমন মারাত্মক পরিস্থিতিতে বায়ুদূষণ রোধে সরকারের দ্রুত উদ্যোগ গ্রহণ জরুরি হয়ে পড়ে।
পরবর্তীতে একটি জরুরি আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে রাজধানীর আশেপাশের সব অবৈধ ইটভাটা বন্ধ এবং নগরীর অভ্যন্তরে সকল প্রকারের ময়লা আবর্জনা পোড়ানো নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
পাশাপাশি, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন রাজধানীর প্রধান সড়কগুলোকে ধুলাবালিমুক্ত রাখতে রাস্তায় পানি ছিটানোর কার্যক্রমও হাতে নেয়।
Comments