গ্র্যান্ট ফ্লাওয়ারকে পাচ্ছে না রংপুর
প্রধান কোচ হিসেবে এবার বিপিএলে গ্র্যান্ট ফ্লাওয়ারকে নিয়োগ দিয়েছিল রংপুর রেঞ্জার্স। জিম্বাবুয়াইন এই সাবেক ক্রিকেটার ছিলেন বিপিএলের প্লেয়ার্স ড্রাফটেও। গুছিয়েছেন দল, পরিকল্পনাও এগিয়েছেন অনেকটা। তবে শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পেতে যাওয়ায় ফ্লাওয়ার শেষ পর্যন্ত আসছেন না বিপিএলে।
রংপুরের টিম ডিরেক্টর আকরাম খান দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন এই খবর, ‘ফ্লাওয়ার আসছেন না। তার জায়গায় নিউজিল্যান্ডের মার্ক ও’ডনেলকে নিয়োগ দিয়েছি আমরা।’
বিপিএলের দলে যুক্ত হওয়ার পর থেকেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে আলাপ চলছিল ফ্লাওয়ারের। সম্প্রতি সেই আলাপ ইতিবাচক দিকে মোড় নিয়েছে। লঙ্কানদের ব্যাটিং পরামর্শক হিসেবে ফ্লাওয়ারের নিয়োগ অনেকটা চূড়ান্ত হয়ে যাওয়ায় নেতিবাচক খবর শুনতে হলো রংপুরকে।
জিম্বাবুয়ের সাবেক ব্যাটসম্যানের ক্রিকেটীয় ক্যারিয়ারের মতো কোচিং ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ। পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি। এবার দায়িত্ব নিতে যাচ্ছেন শ্রীলঙ্কার।
ফ্লাওয়ারের বদলে যাকে নিয়োগ দিচ্ছে রংপুর, সেই ও’ডনেল কাজ করেছেন অকল্যান্ডের হয়ে। টি-১০ লিগ ও আবুধাবি টি-টোয়েন্টিতেও কাজ করার অভিজ্ঞতা আছে তার।
ফ্লাওয়ারকে না পাওয়ার খবরের দিনে শেহজাদকে পাওয়া নিশ্চিত করেছে রংপুর। পাকিস্তানের হার্ড হিটিং ব্যাটসম্যানকে দলে নিয়েছে তারা। বিপিএলে রংপুরের হয়ে দেশি তারকাদের মধ্যে আছেন মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ নাঈম শেখ, তাসকিন আহমেদরা। বিদেশী কোটায় শেই হোপ, মোহাম্মদ নবি, ক্যামেরন ডেলপোর্টকে দলে নিয়েছে তারা।
Comments