মেসির কাছে মাত্র ২ ভোটে হেরেছেন ভ্যান ডাইক

আক্ষেপটা ভার্জিল ভ্যান ডাইক করতেই পারেন। কারণ আর মাত্র দুটি ভোট পেলেই এবারের ব্যালন ডি'অরটা উঠত তার হাতে। মাত্র ৭ পয়েন্টের ব্যবধানে হেরেছেন লিভারপুলের এ ডাচ তারকা। ব্যালন ডি'অরের পয়েন্ট তালিকা প্রকাশ হওয়ার পর এমনটাই দেখা গিয়েছে। তাতে মেসি পেয়েছেন ৬৮৬ পয়েন্ট। আর ৬৭৯ পয়েন্ট পেয়েছেন ভ্যান ডাইক।
ছবি: এএফপি

আক্ষেপটা ভার্জিল ভ্যান ডাইক করতেই পারেন। কারণ আর মাত্র দুটি ভোট পেলেই এবারের ব্যালন ডি'অরটা উঠত তার হাতে। মাত্র ৭ পয়েন্টের ব্যবধানে হেরেছেন লিভারপুলের এ ডাচ তারকা। ব্যালন ডি'অরের পয়েন্ট তালিকা প্রকাশ হওয়ার পর এমনটাই দেখা গিয়েছে। তাতে মেসি পেয়েছেন ৬৮৬ পয়েন্ট। আর ৬৭৯ পয়েন্ট পেয়েছেন ভ্যান ডাইক। 

সাত মহাদেশের বাছাইকৃত সাংবাদিকদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয় ব্যালন ডি'অর পুরস্কার। প্রত্যেকেই ভোট দেওয়ার সুযোগ পান পাঁচটি। প্রথম ভোট ৫ পয়েন্ট, দ্বিতীয় ৪, তৃতীয় ৩, চতুর্থ ২ ও পঞ্চম ভোটের পয়েন্ট ১। ফলে একটি প্রথম ও একটি তৃতীয় ভোট পেলেই পুরস্কার যেত ভ্যান ডাইকের হাতে। এমনকি দুটি দ্বিতীয় ভোট পেলেও হতো। কিংবা একটি দ্বিতীয় ও একটি তৃতীয় হলেও মেসির সমান পয়েন্ট হতো। তবে এ ডাচ তারকা ইউরোপ ও এশিয়ার সাংবাদিকদের ভোটে ঠিকই এগিয়েছিলেন। আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও ওসেনিয়াতে পিছিয়ে পড়েন।

অথচ ব্যালন ডি'অর ঘোষণার সময় বেশ স্বাভাবিকই ছিলেন ভার্জিল ভ্যান ডাইক। প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির হাতে উঠলেও মুখে ছিল হাসি। এমনকি তৎক্ষণাৎ দেওয়া সাক্ষাৎকারে মেসির উচ্ছ্বসিত প্রশংসাও করেছেন তিনি, 'সে (মেসি) অবিশ্বাস্য। ছয়টি ব্যালন ডি'অর, আপনাকে অবশ্যই সন্মান করতে হবে। আমি পাইনি তবে এটা যে ভালো হাতেই গিয়েছে।'

ব্যালন ডি'অরের ভোট তালিকা

১. লিওনেল মেসি - ৬৮৬ পয়েন্ট

২. ভার্জিল ভ্যান ডাইক - ৬৭৯ পয়েন্ট

৩. ক্রিস্তিয়ানো রোনালদো- ৪৭৬ পয়েন্ট

৪. সাদিও মানে - ৩৪৭ পয়েন্ট

৫. মো সালাহ - ১৭৮ পয়েন্ট

৬. কিলিয়ান এমবাপে- ৮৯ পয়েন্ট

৭. অ্যালিসন বেকার - ৬৭ পয়েন্ট

৮. রবার্ট লেভানডস্কি- ৪৪ পয়েন্ট

৯. বেরনার্দো সিলভা - ৪১ পয়েন্ট

১০. রিয়াদ মাহরেজ - ৩৩ পয়েন্ট

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

2h ago