আলোচনার সময় ফুরোচ্ছে, যুক্তরাষ্ট্রকে স্মরণ করিয়ে দিল উত্তর কোরিয়া
পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনার জন্য নির্ধারিত সময় ফুরিয়ে আসছে জনিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার পারমাণবিক বোমাগুলোর ব্যাপারে সিদ্ধান্তে আসার জন্য বছরের শেষ দিন পর্যন্ত ওয়াশিংটনকে সময় বেঁধে দিয়েছে পিয়ং ইয়ং। কিন্তু এই আলোচনার বিশেষ অগ্রগতি হচ্ছে না দেখে এখন যুক্তরাষ্ট্রের ওপর চাপ তৈরির চেষ্টা করছে উত্তর কোরিয়া।
দ্য কোরিয়া হেরাল্ডের খবর, উত্তর কোরিয়ার মার্কিন বিষয়ক দায়িত্বে থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী রি থা-গান বিবৃতি দিয়ে আলোচনার সময়সীমার ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করেন। সেই সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণের আলোচনাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র সরকার দেশের ভেতরে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে বলেও অভিযোগ তোলেন তিনি।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির মাধ্যমে প্রকাশিত বিবৃতিতে রি বলেন, “যুক্তরাষ্ট্রের এই আলোচনাটি উত্তর কোরিয়াকে ব্যস্ত রাখতে এবং মার্কিন রাজনীতি ও নির্বাচনে ব্যবহার করার একটি বোকা কৌশল ছাড়া আর কিছুই নয়।”
রি উল্লেখ করেছিলেন যে তাদের সরকার স্বচ্ছতার সঙ্গে সর্বোচ্চ চেষ্টা করেছে এটি সফল করতে। বছর শেষ হয়ে যাচ্ছে তা মনে করিয়ে দিয়ে সময়সীমা শেষ হওয়ার পূর্বেই যুক্তরাষ্ট্রকে পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ে তাদের সিদ্ধান্ত নিতে বলেন তিনি।
রি বলেন, “এখন অপেক্ষা শুধু মার্কিন সিদ্ধান্তের। দেখা যাক এই বড়দিনে তারা কোন উপহারটি বেছে নেয়।”
চলতি বছরের এপ্রিলে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বলেছেন আমেরিকাকে দৃষ্টিভঙ্গি বদলে পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ক আলোচনায় আসার জন্য তিনি বছরের শেষ অবধি অপেক্ষা করবেন।
Comments