আবরার হত্যায় পলাতক আসামিদের সম্পদ ক্রোকের আদেশ

আবরার ফাহাদ। ছবি: সংগৃহীত

বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যার পলাতক চার আসামির সম্পত্তি ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কায়সারুল ইসলাম এই আদেশ দেন।

আবরার হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে গত ১৮ নভেম্বর পরোয়ানা জারি করেন আদালত। সেই আদেশের কতদূর বাস্তবায়ন হয়েছে সে ব্যাপারে পুলিশ আদালতে প্রতিবেদন দেওয়ার পর সম্পত্তি ক্রোক করার আদেশ দেন বিচারক। ৫ জানুয়ারির মধ্যে পুলিশকে এই আদেশ বাস্তবায়নের ব্যাপারে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

গত ৭ অক্টোবর বুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে শেরেবাংলা হলের একটি কক্ষে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের একদল নেতাকর্মী। ঘটনার আগে বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্ক নিয়ে সরকারের সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন আবরার। এ কারণেই শিবির সন্দেহে তাকে হত্যা করা হয় বলে ঘটনার সময় উপস্থিত ছাত্ররা জানায়।

এই ঘটনায় হওয়া মামলায় ২৫ জনের নাম উল্লেখ করে অভিযোগপত্র দিয়েছে পুলিশ যাদের মধ্যে ১৭ জন ছাত্রলীগের সঙ্গে জড়িত। পলাতক চার জন হলেন-বুয়েট শাখা ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক মুস্তাফা রাফিদ, ছাত্রলীগের সদস্য মোরশেদুজ্জামান জিশান, এহতাশামুল রাব্বি তানিম ও মোরশেদ অমর্ত্য ইসলাম।

অভিযুক্তদের মধ্যে ১৯ জনকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে বুয়েট কর্তৃপক্ষ।

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

37m ago