এসএ গেমস: নেপালকে ১০ উইকেটে হারাল মেয়েরা
শ্রীলঙ্কাকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দক্ষিণ এশিয়ান (এসএ) গেমস শুরু করা বাংলাদেশের মেয়েরা দাপট দেখিয়েছে নিজেদের দ্বিতীয় ম্যাচেও। দুর্বল নেপালকে ৫০ রানের মধ্যে গুটিয়ে দিয়ে কোনো উইকেট না হারিয়েই লক্ষ্যে পৌঁছেছে সালমা খাতুনের দল।
বুধবার (৪ ডিসেম্বর) পোখারায় ৭৪ বল হাতে রেখে স্বাগতিক নেপালকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এই জয়ে ফাইনালের পথে অনেকখানি এগিয়ে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ২ ম্যাচে তাদের অর্জন ৪ পয়েন্ট।
টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বিধ্বংসী বোলিংয়ের সামনে অসহায় নেপালের মেয়েরা ১৯.২ ওভারে ৫০ রানে অলআউট হয়। টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলতে নামা রাবেয়া খান চোখ ধাঁধানো নৈপুণ্য দেখিয়ে ৪ উইকেট নেন মাত্র ৮ রানের বিনিময়ে। ৪ ওভারের ২টিতেই মেডেন নেন তিনি।
৩ ওভারে ১ মেডেনসহ ২ রানে ২ উইকেট পান জাহানারা আলম। ১টি করে উইকেট গেছে অধিনায়ক সালমা, নাহিদা আক্তার ও ফাহিমা খাতুনের ঝুলিতে।
নেপালের হয়ে সর্বোচ্চ ১৩ রান করেন দলনেতা রুবিনা ছেত্রী। এছাড়া সনু খাড়কা ১২ ও ইন্দু বার্মা ১০ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। দলটি শেষ ৬ উইকেট হারায় মাত্র ৭ রানে।
সহজ লক্ষ্য তাড়ায় মুর্শিদা খাতুন ২৪ বলে ২৩ ও আয়েশা রহমান ২২ বলে ২৬ রান করেন। মুর্শিদার ইনিংসে ছিল ৪টি চার। আয়েশা মারেন ৩ চার ও ১ ছয়। ফলে ৭.৪ ওভারে বিনা উইকেটে ৫১ রান তুলে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
আগামীকাল বৃহস্পতিবার একই ভেন্যুতে লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে মালদ্বীপের বিপক্ষে। প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৮ ডিসেম্বর।
Comments