ডাকসু ভিপি নুরের কক্ষে তালা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরের কক্ষে তালা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও, নুরের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে ঢাবিতে মানববন্ধন করা হয়েছে।
আজ (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সমর্থিত কিছু অছাত্র এই মানববন্ধন এবং তালা দেওয়ার কাজ করেছেন বলে অভিযোগ করেছেন নুর।
এর আগে, ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’-এর ব্যানারে নুরকে ‘দুর্নীতিবাজ ভিপি’ হিসেবে উল্লেখ তার পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে ডাকসু ভবনের সামনে মানববন্ধন করা হয়। এর নেতৃত্বে ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের আহ্বায়ক ও ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন। পরে নুরের কক্ষে তালা দিয়ে তার কুশপুত্তলিকা দাহ করেন মানববন্ধনকারীরা।
সেসময় অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন বলেন, “আগামী ৪৮ ঘণ্টা সময় বেধে দিলাম, নুর স্বেচ্ছায় পদত্যাগ করবেন এবং ক্যাম্পাস থেকে তিনি বিদায় হবেন। মুক্তিযুদ্ধ মঞ্চ তাকে আর ক্যাম্পাসে দেখতে চায় না। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, আমরা আশা করি- নুরকে অবিলম্বে গ্রেপ্তার করে, তাকে রিমান্ডে নিয়ে সব দুর্নীতির তথ্য বের করবেন।”
এ বিষয়ে দ্য ডেইলি স্টার অনলাইনকে নুর জানান, তথাকথিত ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’-এর নাম ভাঙিয়ে ছাত্রলীগ সমর্থিত কিছু অছাত্র দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। গতকাল সংগঠনটির একাংশের আহ্বায়ক ড. আ ক ম জামাল উদ্দিন ফেসবুক লাইভে এসে তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। আজ তারা মানববন্ধন করে ডাকসু ভবনে তার কক্ষে তালা দিয়েছেন।
নুর বলেন, “অস্ত্রবাজি ও চাঁদাবাজি করে ছাত্রলীগ থেকে বহিষ্কৃত কিছু অছাত্র নানাভাবে আমাকে হুমকি-ধমকি দিয়ে আসছে। এর আগেও, বহুবার তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাকে প্রতিহতের ঘোষণা দিয়েছে। আজ আমি ক্যাম্পাসে ছিলাম না বলে, রক্ষা পেয়েছি। না হলে ফের আমার ওপর আক্রমণ করতো।”
নুর আরও বলেন, “আমার কক্ষে তালা দেওয়ার বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানীকে জানাই। তিনি আমাকে বলেন যে, এটি ডাকসু সংশ্লিষ্ট সমস্যা। এতে তার কিছুই করার নেই।”
Comments