আম্পায়ারিং বিতর্কের জেরে ঘরোয়া ক্রিকেটে মোবাইল ফোন নিষিদ্ধ
ক’দিন আগে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের ম্যাচে কামারাঙ্গিচরের বিপক্ষে পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের প্রতিবাদ করেছিলেন ঢাকা রয়েলের ক্রিকেটার ও অফিসিয়ালরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গিয়েছিল তাদের প্রতিবাদের ভিডিও ক্লিপ। তাতে বিতর্কিত আম্পায়ারিংয়ের কোন সুরাহাই হয়নি, উলটো রয়েল কোচ, ক্রিকেটাররা পেয়েছেন শাস্তি। এবার এই ঘটনারই জেরে এল মাঠে মোবাইল নিষিদ্ধের ঘোষণাও।
বিসিবি সূত্রে জানা গেছে, ২ ডিসেম্বর ঢকা মেট্রো পলিস (সিসিডিএম) সদস্য সচিব আলি আহসান কর্তৃক স্বাক্ষরিত একটি নির্দেশিকা ঢাকা প্রথম ও তৃতীয় বিভাগের সবগুলো ক্লাবকে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এতে লেখা হয়েছে, ম্যাচ চলাকালীন কোন ক্রিকেটার তো বটেই, ম্যাচ অফিসিয়াল এমনকি টিম বয়ও কোন ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার করতে পারবেন না। কেবল মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন দলের ম্যানেজার।
তৃতীয় বিভাগের বিতর্কিত সেই ম্যাচে প্রতিবাদকারী রয়েল অধিনায়ক অমি, কোচ রনি আহমেদ ও ক্রিকেটার সালমান হোসেনকে দুই বছর নিষিদ্ধ করেছে বিসিবি ডিসিপ্লিনারি কমিটি।
তবে বিতর্কিত আম্পায়ার জহিরুল ইসলাম ও সাইদুর রহমানকে কোন রকম জবাবদিহিতায় পড়তে হয়নি।
সিসিডিএম সদস্য সচীব আলি আহসান জানান প্রক্রিয়া অনুযায়ীই এমন পদক্ষেপ নিয়েছেন তারা, ‘আরও আগেই মোবাইল নিষিদ্ধ করা দরকার ছিল। আমরা প্রসিডিউর মেনেই করেছি।’
দেশের নিচুস্থরের লিগগুলোতে পক্ষপাতমূলক আম্পায়ারিং, পাতানো ম্যাচের অভিযোগ নতুন না। বারবার এমনটা ঘটলেও এই ব্যাপারে কার্যকর কোন পদক্ষেপ এখনো দৃশ্যমান হয়নি।
Comments