পিএসজিকে জেতালেন এমবাপে-নেইমার

neymar mbappe
ছবি: এএফপি

দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণ এক গোল করে দলকে এগিয়ে নিলেন কিলিয়ান এমবাপে, শেষ দিকে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ালেন নেইমার। তাদের কল্যাণে নঁতেকে হারিয়ে লিগের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান মজবুত করল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।

বুধবার রাতে ফরাসি লিগ ওয়ানের ম্যাচে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে নঁতের বিপক্ষে ২-০ গোলে জিতেছে টমাস টুশেলের শিষ্যরা। লিগে এটি পিএসজির টানা তৃতীয় জয়।

ম্যাচের শুরু থেকে বল দখলে আধিপত্য ছিল প্যারিসিয়ানদের। তবে বিরতির আগে আক্রমণে খুব একটা সুবিধা করতে পারেননি নেইমার-এমবাপেরা। ৪১তম মিনিটে ব্রাজিলিয়ান তারকা নেইমার বল জালে পাঠালেও ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে ‘ফাউল প্লে’র কারণে তা বাতিল করে দেন রেফারি।

দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে অচলাবস্থা ভাঙেন এমবাপে। আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঙ্গেল ডি মারিয়ার ক্রসে দারুণভাবে ফ্লিক করে দলকে এগিয়ে নেন এই ফরাসি স্ট্রাইকার। চলতি লিগে এটি তার ষষ্ঠ গোল।

৮৫তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করে দলের জয় নিশ্চিত করেন নেইমার। তাকে দুবার শট নিতে হয়। দুবারই তিনি বল জালে পাঠান। প্রথমবার তিনি কিক নেওয়ার আগেই ডি-বক্সে ঢুকে পড়েছিলেন পিএসজির খেলোয়াড়রা। এর আগে এমবাপের বদলি নামা মাউরো ইকার্দি ফাউলের শিকার হওয়ায় স্পট-কিকের বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

প্রায় দুই মাস পর পিএসজির জার্সিতে গোল পেলেন নেইমার। গেল ৫ অক্টোবর অঁজির বিপক্ষে নিজের আগের গোলটি করেছিলেন তিনি। এরপর চোটের কারণে ছিটকে গিয়েছিলেন বেশ লম্বা সময়ের জন্য।

১৫ ম্যাচে ১২ জয় ও তিন হারে ৩৬ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে পিএসজি। ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অলিম্পিক মার্সেই। তারা অবশ্য এক ম্যাচ বেশি খেলেছে।

Comments

The Daily Star  | English

Jatiya Party central office vandalised, library set on fire in Kakrail

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

4h ago