ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
রাজধানীর অদূরে সাভারের একটি এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ ইটভাটা ভেঙে দিয়ে শ্রমিকদের আটক করেছে পরিবেশ অধিদফতরের একটি দল।
আজ (৫ ডিসেম্বর) সকালে কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাকসুদুল ইসলামের নেতৃত্বে পরিবেশ অধিদফতরের দলটি নামাগেদা এলাকায় অবৈধ ইটভাটাবিরোধী অভিযান শুরু করে বলে জানিয়েছেন আমাদের সাভার সংবাদদাতা।
ভেঙ্গে দেওয়া অবৈধ ইট ভাটাটির নাম ‘টিবি ব্রিক ক্লিন’।
ম্যাজিস্ট্রেটের বরাত দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সাভার পৌরসভার আওতাধীন এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই অভিযান আজ বিকাল ৫টা পর্যন্ত চলবে।
সকাল সোয়া ১১টার দিকে অপর একটি ইটভাটা কেবিএসে অভিযান চলছিলো।
গত ২৬ নভেম্বর হাইকোর্ট ১৫ দিনের মধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জ, এবং মানিকগঞ্জের অবৈধ ইটভাটা বন্ধ করার জন্য সরকারকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছিলেন।
Comments