ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়া শুরু করতে স্পিকারের সবুজ সংকেত
ক্ষমতার অপব্যবহারের অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করতে চলেছে দেশটির আইনসভার নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভস। স্পিকার ন্যান্সি পেলোসি এ ব্যাপারে তার সবুজ সংকেত দিয়ে দিয়েছেন। এর ফলে ট্রাম্পকে অভিশংসনের জন্য এখন অভিযোগ গঠন করবে আইনসভা।
ডেমোক্রেটিক পার্টির নির্বাচিত আইনপ্রণেতা পেলোসি বৃহস্পতিবার বলেন, আমাদের গণতন্ত্র এখন হুমকি সম্মুখীন। প্রেসিডেন্টের কর্মকাণ্ডের কারণে আমাদের এই কাজ করা ছাড়া গত্যন্তর নেই। মার্কিন বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, ডেমোক্রেটিক দলের আইন প্রণেতারা আসন্ন বড়দিনের আগেই ভোটের মাধ্যমে প্রেসিডেন্টের ভাগ্য নির্ধারণ করতে চাইছেন।
আইনসভায় অভিসংশন প্রক্রিয়া শুরুর কারণ হিসেবে স্পিকার বলেন, প্রেসিডেন্ট তার কর্মকাণ্ডের মাধ্যমে গুরুতরভাবে সংবিধান লঙ্ঘন করেছেন। তিনি ক্ষমতার অপব্যবহার করে যুক্তরাষ্ট্রের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিয়েছেন।
গত জুলাই মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের টেলিফোন কথোপকথনের বিষয়বস্তু নিয়ে ট্রাম্পের অভিশংসনের দাবি উঠতে শুরু করে। ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তা স্থগিত রাখার কথা বলে ডেমোক্রেট ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত করার জন্য তাকে চাপ দিয়েছিলেন ট্রাম্প।
ট্রাম্প তার দেশে রাজনৈতিক ফায়দা তোলার উদ্দেশ্য থেকেই ইউক্রেনের প্রেসিডেন্টের ওপর চাপ তৈরি করেছিলেন বলেও এখন অভিযোগ তোলা হচ্ছে।
Comments