সৃজিত-মিথিলার বিয়ে আজ
অবশেষে বিয়ে করতে যাচ্ছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। সব নিয়ম মেনে আজ (৬ ডিসেম্বর) সন্ধ্যায় তারা বিয়ে করবেন।
মিথিলা দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেছেন, “যা শুনেছেন সব সত্য। আমার আর সৃজিতের বিয়ে হচ্ছে আজ।”
তিনি আরও বলেন, “আমার বাবা, মা, ভাই, বোন, বাচ্চা, বোনের স্বামী ইরেশ যাকের কলকাতায় এসেছেন। সৃজিতের মা আর বোনের মেয়ে থাকছে। দুই পরিবারের মানুষেরা মিলে একটু খাওয়া-দাওয়া, হই-হুল্লোড় করবো। আপাতত আর কোনো পরিকল্পনা নেই।”
এদিকে আজ সকালে সৃজিত তার ফেসবুকে দুজনের একটি ছবিসহ কবির সুমনের গানের কথা দিয়ে লিখেছেন-
“প্রথম আলোয় ফেরা, আঁধার পেরিয়ে এসে আমি
অচেনা নদীর স্রোতে, চেনা চেনা ঘাট দেখে নামি
চেনা তবু চেনা নয়, এভাবেই স্রোত বয়ে যায়
খোদার কসম জান, আমি ভালোবেসেছি তোমায়...।”
জানা গেছে, আজ সন্ধ্যায় রেজিস্ট্রি করে তাদের বিয়ে হবে। কয়েকদিন পর বিয়ের অনুষ্ঠান বেশ বড় করে পালন করা হবে।
চলতি বছরে একাধিক প্রতিবেদনে সৃজিত-মিথিলার প্রেমের গুঞ্জনের খবর প্রকাশ করেছিলো টাইমস অব ইন্ডিয়া। এরপর সদ্য সমাপ্ত ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্টে একসঙ্গে দেখা গিয়েছিলো তাদের।
মিথিলা-সৃজিতের পরিচয় হয় সংগীত শিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখানে থেকেই বন্ধুত্ব, তারপর প্রেম। যদিও এর আগে, সৃজিতের সঙ্গে জয়া আহসানের প্রেমের গুঞ্জন ছিলো মিডিয়া পাড়ায়।
Comments