সৌম্যর ঝড়ো ফিফটি, বাংলাদেশের ১০ উইকেটের জয়

অলআউট করতে না পারলেও দুর্বল ভুটানকে অল্প রানে বেঁধে ফেলল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। সহজ লক্ষ্য তাড়ায় অপরাজিত ঝড়ো হাঁফসেঞ্চুরি করলেন অধিনায়ক সৌম্য সরকার। কোনো উইকেট না হারিয়েই তীরে তরী ভিড়িয়ে দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ।
Soumya Sarkar
ফাইল ছবি

অলআউট করতে না পারলেও দুর্বল ভুটানকে অল্প রানে বেঁধে ফেলল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। সহজ লক্ষ্য তাড়ায় অপরাজিত ঝড়ো হাঁফসেঞ্চুরি করলেন অধিনায়ক সৌম্য সরকার। কোনো উইকেট না হারিয়েই তীরে তরী ভিড়িয়ে দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ।

শুক্রবার (৬ ডিসেম্বর) কীর্তিপুরে ভুটানকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ৬৯তম অবস্থানে থাকা দলটির ছুঁড়ে দেওয়া ৭০ রানের মামুলি লক্ষ্য ৭৯ বল হাতে রেখে পেরিয়ে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের শেষ বলে ছয় মেরে ফিফটি পূরণ করেন আসরের সবচেয়ে অভিজ্ঞ তারকা সৌম্য।

নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় ভুটান। রান নিয়ন্ত্রণে রাখলেও প্রথম উইকেটের দেখা পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় ইনিংসের নবম ওভার পর্যন্ত। তেনজিন ওয়াংচুক জুনিয়রকে ফিরিয়ে ২৩ রানের উদ্বোধনী জুটি ভাঙেন মিনহাজুল আবেদিন আফ্রিদি। দলের পক্ষে ২৯ বলে সর্বোচ্চ ১৫ রান করেন তিনি।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভুটান। পরের ওভারে তোপদেন সিঙ্গেকে বোল্ড করেন সৌম্য। অনেক সময় ধরে টিকে থাকা আরেক ওপেনার জিগমে দর্জি হন তানভির ইসলামের শিকার। আগের ম্যাচে ৪ উইকেট নেওয়া এই বাঁহাতি স্পিনারের বলে স্টাম্প খোয়ান ৩৭ বলে ১২ রান করা জিগমে।

রঞ্জং দর্জিকে রানের খাতা খুলতে দেননি মানিক খান। কিছুটা চালিয়ে খেলে ১৬ বলে ১৩ রান করা জিগমে সিঙ্গেকে সাজঘরে পাঠান মেহেদী হাসান রানা। দলটির অধিনায়ক থিনলে জামতশো মানিকের দ্বিতীয় শিকারে পরিণত হন। কিঙ্গা লোদেকে রানআউট করেন সৌম্য। শম্ভুক গতিতে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৬৯ রান তুলতে পারে ভুটান।

জবাব দিতে নেমে ৬.৫ ওভারে বিনা উইকেট ৭৪ রান তুলে জয় নিশ্চিত করে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। সৌম্য ২৮ বলে ৫০ রান করেন ৫ চার ও ৩ ছক্কায়। তার সঙ্গী মোহাম্মদ নাঈম শেখ ১ ছয়ে ১৩ বলে ১৬ রানে অপরাজিত থাকেন।

আসরের প্রথম ম্যাচে মালদ্বীপকে ১০৯ রানে হারিয়েছিল বাংলাদেশ। আগামীকাল শনিবার স্বাগতিক নেপালের ও পরদিন লিগ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে খেলবে তারা। পাঁচ দলের পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল আগামী ৯ ডিসেম্বর ফাইনাল ম্যাচে স্বর্ণ জয়ের লড়াইয়ে নামবে।

Comments

The Daily Star  | English
Dummy candidates

Placing dummies as alternatives disenfranchises voters

We are witnessing an engineered intra-party contest as most of the independents belong to the ruling party.

5h ago