অবসরের কথা নিয়ে মেসিকে ‘ভুল’ বুঝেছে সবাই: সুয়ারেজ

প্যারিসে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রেকর্ড ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অর জেতার পর গা হিম শীতল করে দেওয়া বাক্যটি বলেছিলেন লিওনেল মেসি- ঘনিয়ে আসছে অবসরের সময়। এতে করে তৈরি হয় জোরালো গুঞ্জন। শিগগিরই তবে কি বুট জোড়া তুলে রাখার পরিকল্পনা করছেন ৩২ পেরিয়ে যাওয়া বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড?
lionel messi
ছবি: এএফপি

প্যারিসে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রেকর্ড ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অর জেতার পর গা হিম শীতল করে দেওয়া বাক্যটি বলেছিলেন লিওনেল মেসি- ঘনিয়ে আসছে অবসরের সময়। এতে করে তৈরি হয় জোরালো গুঞ্জন। শিগগিরই তবে কি বুট জোড়া তুলে রাখার পরিকল্পনা করছেন ৩২ পেরিয়ে যাওয়া বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড?

মেসির ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজ অবশ্য সেই উত্তাপে জল ঢেলে দিয়েছেন। তার বক্তব্য অবশ্য স্বস্তি দেবে সারা বিশ্বের মেসি ভক্তদের। সুয়ারেজের দৃঢ় বিশ্বাস, অবসর ভাবনার কথা নিয়ে মেসিকে ‘ভুল’ বুঝেছে সবাই এবং আরও অনেক দিন খেলা চালিয়ে যাবেন এই জীবন্ত কিংবদন্তি।

গেল সোমবার রাতে সারা বিশ্বের সাংবাদিকদের ভোটে নেদারল্যান্ডসের ভার্জিল ভ্যান ডাইক ও পর্তুগালের ক্রিস্তিয়ানো রোনালদোকে হারিয়ে ২০১৯ সালের ব্যালন ডি’অর জেতেন মেসি। চার বছর পর ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’- এর মর্যাদাপূর্ণ এই পুরস্কার হাতে নেন তিনি। এরপর এমন কয়েকটি কথা তিনি বলেছিলেন যেখানে পাওয়া গিয়েছিল অবসরের ইঙ্গিত।

তবে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিইন স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে সুয়ারেজ দাবি করেছেন, মেসিকে ‘ভুল’ বোঝা হয়েছে।

‘আমি মনে করি, (মেসির মন্তব্যকে) ভুল বোঝা হয়েছে।’

‘আপনাকে বুঝতে হবে যে ওই মুহূর্তেই সে ব্যালন’ডি পুরস্কার হাতে নিয়েছিল এবং সে একইসঙ্গে খুশি ছিল ও স্নায়ুচাপে ভুগছিল। কারণ সে আমাদের মতোই মানুষ।’

অর্থাৎ সুয়ারেজের ভাষ্য অনুসারে, বাড়তি উত্তেজনার কারণেই অবসরের ভাবনার কথা জানিয়েছিলেন মেসি। প্রকৃতপক্ষে ভবিষ্যতে আরও অনেকটা সময় জুড়ে তার পায়ের জাদু দেখার সৌভাগ্য হবে ফুটবলপ্রেমীদের।

‘আমি নিশ্চিত যে মেসি আরও অনেক দিন খেলবে।’

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

Now