মুন্সীগঞ্জে ২ লঞ্চের মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু
নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের মধ্যবর্তী চর কিশোরগঞ্জ এলাকার ধলেশ্বরী ও মেঘনা নদীর মোহনায় দুই যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
গতকাল দিবাগত রাত পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম হুমায়ুন আহমেদ (৩৫)। তিনি শরীয়তপুরের রামমেন্দিপুর এলাকার মৃত আব্দুল হাইয়ের ছেলে। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
বন্দর কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, “রাত পৌনে দুইটার দিকে দুই নদীর মোহনায় ঢাকা থেকে চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ ও শরীয়তপুর থেকে ঢাকাগামী মানিক-৪ নামে দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মানিক-৪ লঞ্চের যাত্রী হুমায়ুনসহ পাঁচ থেকে ছয়জন আহত হন। আরও দুই-তিনজন ছিটকে নদীতে পড়ে যান।”
তিনি বলেন, “পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে চিকিৎসক হুমায়ুনকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা আশঙ্কামুক্ত। আর যারা নদীতে পড়ে গিয়েছিলেন, তাদের উদ্ধার করা হয়েছে। নিখোঁজের কোনো অভিযোগ পাওয়া যায়নি। যাত্রীবাহী লঞ্চ দুটি নিজ নিজ গন্তব্যে চলে গেছে।”
তিনি আরও বলেন, “প্রচণ্ড কুয়াশা ও মানিক-৪ লঞ্চের হেডলাইট না থাকায় ওই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা যাচ্ছে। এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত বলা যাবে। ঘটনাটি মুন্সীগঞ্জ জেলার অধীনে হওয়ায়, এ বিষয়ে গজারিয়া নৌ পুলিশ তদন্ত করবে।”
Comments