বাংলাদেশকে ষষ্ঠ সোনা জেতালেন জিয়ারুল

ziarul islam
ছবি: বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন

মাবিয়া আক্তার সীমান্তের পর ভারোত্তোলন থেকে দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে বাংলাদেশকে দ্বিতীয় সোনার পদক এনে দিলেন জিয়ারুল ইসলাম। ছেলেদের ৯৬ কেজি ওজন শ্রেণিতে সেরা হয়ে দেশের নাম উজ্জ্বল করলেন এই অ্যাথলেট। ফলে চলমান আসরে বাংলাদেশের সোনার সংখ্যা বেড়ে হলো ছয়টি।

শনিবার (৭ ডিসেম্বর) নেপালের পোখারায় সোনার পদক জেতেন জিয়ারুল। তার আগে মেয়েদের ৭৬ কেজি ওজন শ্রেণিতে সোনার পদক গলায় ঝোলান মাবিয়া।

স্ন্যাচে ১২০ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১৪২ কেজি মিলিয়ে মোট ২৬২ কেজি তুলে সোনা জেতেন জিয়ারুল। তিনি হারান নেপালের বিশাল সিংকে।

শ্রীলঙ্কার বি সি প্রিয়ন্তিকে হারিয়ে বিদেশের মাটিতে দেশের পতাকা সবচেয়ে উঁচুতে তোলেন মাবিয়া। সবমিলিয়ে ১৮৫ কেজি ওজন তোলেন তিনি। স্ন্যাচে তোলেন ৮০ কেজি। এরপর ক্লিন অ্যান্ড জার্কে ১০৫ কেজি ওজন তোলেন তিনি।

এসএ গেমসের চলমান ১৩তম আসরের দ্বিতীয় দিনে প্রথম সোনা জিতেছিল বাংলাদেশ, তায়কোয়ান্দো থেকে। তৃতীয় দিনে এসেছিল আরও তিনটি সোনার পদক। সবগুলো পদক এসেছিল কারাতে থেকে। পরের তিন দিনে কোনো সোনা জিততে পারেননি লাল-সবুজের অ্যাথলেটরা। এদিন ভারোত্তোলন থেকে এলো দুটি সোনার পদক।

Comments