এসএ গেমস: ফেন্সিংয়ে সোনা জিতলেন ফাতেমা

fatema mujib
ছবি: বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন

বাংলাদেশকে আরেকটি সোনার পদক উপহার দিলেন ফাতেমা মুজিব। দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের ফেন্সিংয়ে মেয়েদের সাবরে একক ইভেন্টে বাজিমাত করেছেন তিনি। ফলে আসরে বাংলাদেশের সোনার সংখ্যা বেড়ে হলো সাতটি।

এসএ গেমসে এবারই প্রথম অন্তুর্ভুক্ত হয়েছে ফেন্সিং। আর শনিবার (৭ ডিসেম্বর) কাঠমুন্ডুতে ফাতেমা গড়েছেন সোনা জয়ের অনবদ্য কীর্তি।

আসরের সপ্তম দিনে এই নিয়ে তৃতীয় সোনার দেখা পেল বাংলাদেশ। আগের দুটি পদক এসেছিল ভারোত্তোলন থেকে। মেয়েদের ইভেন্টে মাবিয়া আক্তার সীমান্তের পর ছেলেদের ইভেন্টে সেরা হন জিয়ারুল ইসলাম।

পোখারায় ৭৬ কেজি ওজন শ্রেণিতে সোনার পদক গলায় ঝোলান মাবিয়া। শ্রীলঙ্কার বি সি প্রিয়ন্তিকে হারান তিনি। সবমিলিয়ে ১৮৫ কেজি ওজন তোলেন মাবিয়া। স্ন্যাচে তোলেন ৮০ কেজি। এরপর ক্লিন অ্যান্ড জার্কে ১০৫ কেজি তোলেন তিনি।

একই ভেন্যুতে ৯৬ কেজি ওজন শ্রেণিতে সেরা হয়ে দেশের নাম উজ্জ্বল করেন জিয়ারুল। স্ন্যাচে ১২০ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১৪২ কেজি মিলিয়ে মোট ২৬২ কেজি তুলে সোনা জেতেন তিনি। পরাজিত করেন নেপালের বিশাল সিংকে।

এসএ গেমসের চলমান ১৩তম আসরের দ্বিতীয় দিনে প্রথম সোনা জিতেছিল বাংলাদেশ, তায়কোয়ান্দো থেকে। তৃতীয় দিনে লাল-সবুজের প্রতিনিধিরা পেয়েছিল আরও তিনটি সোনার পদক। সবগুলো পদক এসেছিল কারাতে থেকে।

Comments

The Daily Star  | English

Khaleda urges unity, quick action to institutionalise democracy

She also demanded a comprehensive list of victims of abduction, murder, and extrajudicial killings

15m ago