বিশ্বকাপ মাথায় রেখে বিপিএলে চোখ টিম ম্যানেজমেন্টের

ফাইল ছবি: ফিরোজ আহমেদ

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি নেই আর এক বছরও। তার আগে পাইপলাইনের খেলোয়াড় দিয়ে ঘাটতির জায়গা পূরণের সবচেয়ে বড় সুযোগ এবারের বিপিএল। বাংলাদেশ দলে ম্যানেজমেন্টও তাই তাকিয়ে আছে ঘরোয়া টি-টোয়েন্টির আসরটির দিকে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন জানালেন দিকের ঘাটতির জায়গা পূরণ করতে পারেন এমন ক্রিকেটার খুঁজবেন তারা।

টি-টোয়েন্টিতে লোয়ার অর্ডারে কার্যকর ঝড় তুলতে পারেন, এমন একজন ব্যাটসম্যান দরকার বাংলাদেশের। আমিনুল ইসলাম বিপ্লবের পাশাপাশি দরকার বিকল্প আরও রিষ্ট স্পিনার। যেহেতু অস্ট্রেলিয়ায় খেলা, পেসারদের ভূমিকা সেখানে প্রবল। পেস শক্তি বাড়াতেও নজর রাখবে টিম ম্যানেজমেন্ট। 

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এবার বিশেষ বিপিএলে নেই আগের কোন ফ্রেঞ্চাইজি। নতুন আদলের এই বিপিএলে মিনহাজুল নিজে যুক্ত আছেন কুমিল্লা ওয়ারিয়র্সে। আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমন যুক্ত আছেন রংপুর রেঞ্জার্সে।

নিজেদের দল তো বটেই। মিনহাজুল জানালেন তাদের চোখ থাকবে গোটা বিপিএলের পারফর্মারদের উপর,  ‘এই বিপিএলটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। অনেকগুলো টি-টোয়েন্টি ম্যাচও আছে। ওইখানে পারফরম্যান্সটা গুরুত্বপূর্ণ। কিছু কিছু জায়গায় আমাদের ঘাটতি আছে এগুলো নিয়ে আমরা কাজ করছি। টিম ম্যানেজমেন্ট আমরা সবাই চাচ্ছি এইসব জায়গায় কিছু খেলোয়াড়ের পারফরম্যান্স। এই বিপিএলটা ওই জায়গায় দেখবো। কিছু খেলোয়াড় যদি এখান থেকে আমরা পেয়ে যাই আমাদের জন্য বাড়তি পাওনা।’

শুধু নির্বাচকরাই নন, ছুটিতে থাকলেও বিপিএলে চোখ রাখবেন কোচিং স্টাফরাও। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ছুটিতে দক্ষিণ আফ্রিকায় আছেন, পেস বোলিং কোচ শার্ল ল্যাঙ্গাফেল্টও তা-ই। সেখান থেকেই বিপিএলের ম্যাচে নজর থাকবে তার।

তবে বিপিএলের শেষ দিকে বাংলাদেশে এসে সরাসরিও পারফর্মার খোঁজে পেতে চেষ্টা চালাবেন তারা, ‘ক্রিসমাসের ছুটি আছে। এরপর ম্যানেজমেন্টের সবাই এসে এখানে ম্যাচ দেখবে। ঐ সময়ে একটু গ্যাপ পড়তে পারে। তারপরে আমাদের কোচের সঙ্গে যে কথা হয়েছে ওরা পুরা ম্যাচ কাভার করবে।’

যেসব জায়গায় বাড়তি নজর

টি-টোয়েন্টিতে ছয় বা সাত নম্বরে নেমে ঝড় তুলতে পারেন এমন ব্যাটসম্যানের অভাব আছে বাংলাদেশ দলে। এই জায়গায় সাব্বির রহমানকে বিবেচনা করা হচ্ছিল এতদিন, সম্প্রতি তিনি ছন্দ হারিয়ে কক্ষপথ থেকে দূরে সরে গেছেন অনেকটা। মোসাদ্দেক হোসেন সৈকত এই জায়গায় মেটাতে পারছেন না দলের চাহিদা। টিম ম্যানেজমেন্ট চাইছে এই জায়গায় এমন একজনকে যিনি নেমেই মারতে পারেন। অন্তত ১০ বলে ২০-২৫ করার মতো একজন মারকুটে ব্যাটসম্যানের খুঁজে আছে বাংলাদেশ।

লেগ স্পিনার হিসেবে হুট করে আবির্ভাবে বেশ আলোড়ন তুলেছিলেন আমিনুল ইসলাম বিপ্লব। ভারতের বিপক্ষে সিরিজে খুব একটা খারাপ করেননি তিনি। তবে তার বিকল্প লেগ স্পিনারও বের করে আনতে চায় বাংলাদেশ দল, বাড়াতে চায় অপশন।

এছাড়া অস্ট্রেলিয়ার কন্ডিশন বিবেচনায় পেসারদের উপর থাকছে বাড়তি নজর।

Comments

The Daily Star  | English

ICT investigators submit 'genocide' case report against Hasina, ex-ministers

The charges stem from the violent crackdown during the July 2024 mass uprising

13m ago