মেসির অবসর চিন্তাকে স্বাভাবিক মনে করছেন ভালভার্দে
'আপনারা এ মুহূর্তগুলো বেশি উপভোগ করছেন কারণ আমার অবসরের সময় ঘনিয়ে এসেছে।' রেকর্ড ষষ্ঠবার ব্যালন ডি'অর জয়ের পর এমনটাই বলেছিলেন লিওনেল মেসি। আর তার এ কথাতেই যেন হঠাৎ শূন্যতা অনুভব করতে শুরু করেছে ফুটবল বিশ্ব। এখনই ক্ষুদে জাদুকরকে বিদায় দিতে প্রস্তুত নয় তার ভক্তরা। তবে মেসির এ ভাবনাকে খুবই স্বাভাবিক মনে করছেন বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভার্দে।
'এটা খুবই স্বাভাবিক। লিওর বর্তমানে ৩২ বছর বয়স। তবে এখনই সে অবসর নিয়ে ভাবছে কি এসব নিয়ে আমি ভাবছি না। কিন্তু আমরা মনে হয় না এটা নিয়ে এখনই সে খুব উত্তেজিত হয়ে পড়বে। তবে আমাদের এটা স্বাভাবিকভাবে দেখা উচিৎ। একটা বয়স হলে প্রত্যেকেই নিজের অবসর নিয়ে ভাবেন। সে এখন অবসর নিয়ে ভাবছে বলে বিষয়টা এই না যে সে আগামী তিন দিনের মধ্যেই অবসর নিবে।' - মেসির অবসর ভাবনা নিয়ে এমনটাই বলেন ভালভার্দে।
এক দশকেরও বেশি সময় ধরে দারুণ ধারাবাহিকভাবে খেলে চলেছেন মেসি। প্রতিনিয়ত গড়ে চলেছেন একের পর এক নতুন রেকর্ড। বয়সটা ৩২ পার হয়ে গেলেও এখনও যেন আগের চেয়ে আরও বেশি বিপজ্জনক হয়ে উঠছেন। যদিও মৌসুমের শুরুতে ইনজুরির কারণে অনেকটা সময় ছিলেন মাঠের বাইরে। তবে ফিরে এসেছেন আপন মহিমায়। প্রায় একটাই দলকে টেনে নিয়ে যাচ্ছেন। আর তার এমন দক্ষতায় দারুণ মুগ্ধ ভালভার্দে।
আর তাতে নিজেকে গর্বিত মনে করছেন এ স্প্যানিশ কোচ, 'আমি ভাবছি আমি কতোটা ভাগ্যবান যে মেসিকে আমি কোচিং করিয়েছি। এটা আমার জন্য বড় অর্জনও। এক সময় আমি গর্ব করে বলতে পারবো যে আমি মেসির কোচ ছিলাম। একই ভাবে আগের দিনের মানুষরা বলত ডি স্টেফানোকে নিয়ে। আমরা পরবর্তী প্রজন্মকে বলতে পারবো আমরা মেসির জেনারেশনে ছিলাম। আর আমার মতো কিছু লোক বলবে যে আমরা খুব কাছ থেকে দেখেছি।'
বার্সার জার্সি গায়ে চলতি মৌসুমে এরমধ্যেই ১১টি গোল করেছেন মেসি। লালিগার শেষ ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে তার দুর্দান্ত এক গোলেই জয় পায় কাতালানরা। ফলে রিয়াল মাদ্রিদকে হটিয়ে সেরা শীর্ষে ওঠে দলটি।
Comments