এস্পানিওলকে হারিয়ে ফের শীর্ষে রিয়াল

ছবি: এএফপি

লালিগায় বার্সেলোনার সঙ্গে যেন ইঁদুর বিড়ালের খেলা চলছে রিয়াল মাদ্রিদের। একবার বার্সেলোনা শীর্ষে গেলে তো পরের বার রিয়াল মাদ্রিদ। এদিন এস্পানিওলকে হারিয়ে ফের শীর্ষে উঠেছে রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি ২-০ গোলে জিতেছে তারা। ফলে দারুণ জমে উঠেছে লালিগা। ১৫টি ম্যাচে ১০টি জয় ও চার ড্রয়ে শীর্ষে ওঠা রিয়ালের পয়েন্ট ৩৪।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যেতে পারতো রিয়াল। একক দক্ষতায় প্রায় মাঝ মাঠে থেকে চার খেলোয়াড়কে কাটিয়ে বাঁ প্রান্ত থেকে দারুণ এক শট নিয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে তার চেয়েও দারুণ দক্ষতায় ঝাঁপিয়ে পরে তা ঠেকিয়ে দেন এস্পানিওল গোলরক্ষক দিয়েগো লোপেজ। ফিরতি বলে সুযোগ ছিল ফেদেরিকো ভালভার্দেরও। কিন্তু তার শট লক্ষ্যে থাকেনি।

ম্যাচের ২৭তম মিনিটে এগিয়ে যেতে পারতো এস্পানিওলও। জনাথন কালেরির ক্রস থেকে একেবারে ফাঁকায় হেড দেওয়া সুযোগ পেয়েছিলেন এস্তেবান গ্রানেরো। কিন্তু দারুণ দক্ষতায় তা ফিরিয়ে দেন রিয়াল গোলরক্ষক থিবো কর্তুয়া। পাল্টা আক্রমণে সুযোগ ছিল রিয়ালেরও। তবে দুরূহ কোণ থেকে নেওয়া ভিনিসিয়ুসের দারুণ শট অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দেন এস্পানিওল গোলরক্ষক।

৩৭তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। করিম বেনজেমারের বাড়ানো বলে দারুণ এক কোণাকোণি শটে লক্ষ্যভেদ করেন রাফায়েল ভারানে। ৪৩তম মিনিটে ভিনিসিয়ুসের আরও একটি একক প্রচেষ্টা দারুণ দক্ষতায় নষ্ট করে দেন এস্পানিওল গোলরক্ষক লোপেজ। ৫৩তম মিনিটে অবিশ্বাস্য এক মিস করেন বেনজেমা। ভালভার্দের পাস থেকে গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি এ ফরাসী। দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন লোপেজ।

৭১তম মিনিটে আবারো সহজ এক সুযোগ মিস করেন বেনজেমার। ভিনিসিয়ুসের কাটব্যাক থেকে ফাঁকায় বলে পেয়েও বাইরে মারেন এ ফরাসী। ৭৯তম গোলের দেখা পান তিনি। ডান প্রান্ত থেকে ভালভার্দের কাটব্যাক পেয়ে এবার আর জালে জড়াতে কোন ভুল করেননি এ ফরোয়ার্ড। তবে চার মিনিট পর একটা ধাক্কা খায় রিয়াল। ভিক্তর গোমেসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফরাসি ডিফেন্ডার ফেরল্যান্ড মেন্ডি। তবে তা থেকে সুবিধা আদায় করতে পারেনি এস্পানিওল। জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

13m ago