আর্চারিতে স্বর্ণ জয়

দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে আর্চারিতে পুরুষদের দলগত রিকার্ভে সোনার পদক জিতেছে বাংলাদেশ। লাল-সবুজের প্রতিনিধিরা হারিয়েছে শ্রীলঙ্কাকে।
sa games 2019
ছবি: এসএ গেমস লোগো

দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে আর্চারিতে পুরুষদের দলগত রিকার্ভে সোনার পদক জিতেছে বাংলাদেশ। লাল-সবুজের প্রতিনিধিরা হারিয়েছে শ্রীলঙ্কাকে।

রবিবার (৮ ডিসেম্বর) সকালে পোখারায় সেরা হয়ে দেশের নাম উজ্জ্বল করেছেন আর্চাররা। নেপালে এসএ গেমসের চলমান ১৩তম আসরে আর্চারি থেকে এটি বাংলাদেশের প্রথম সোনা জয়।

রোমান সানা, হাকিম আহমেদ রুবেল ও তামিল ইসলামের সমন্বয়ে গঠিত দল দারুণ নৈপুণ্য দেখিয়েছে। তারা লঙ্কান আর্চারদের বিপক্ষে জিতেছেন ৫-৩ সেটে।

সবমিলিয়ে এবারের আসরে বাংলাদেশের সোনার পদকের সংখ্যা বেড়ে হলো আটটি।

আসরের দ্বিতীয় দিনে প্রথম সোনা জিতেছিল বাংলাদেশ, তায়কোয়ান্দো থেকে। তৃতীয় দিনে লাল-সবুজের প্রতিনিধিরা পেয়েছিল আরও তিনটি সোনার পদক। সবগুলো এসেছিল কারাতে থেকে। পরের তিন দিনে আসেনি কোনো সুখবর।

আগের দিন গেরো খোলে, শেষ হয় অপেক্ষার পালা। তিনটি সোনার পদক জেতে বাংলাদেশ। দুটি ভারোত্তোলনে, একটি ফেন্সিংয়ে।

Comments