ছেলেদের পর সোনা জিতল মেয়েরাও
দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে আর্চারিতে ছেলেদের পর মেয়েদের দলগত রিকার্ভ ইভেন্টেও সোনা জিতেছে বাংলাদেশ। লাল-সবুজের প্রতিনিধিরা পাত্তাই দেয়নি শ্রীলঙ্কা দলকে।
রবিবার (৮ ডিসেম্বর) সকালে নেপালের পোখারায় দেশের পতাকা উঁচুতে তুলেছেন আর্চাররা। এসএ গেমসের চলমান ১৩তম আসরে আর্চারি থেকে এটি বাংলাদেশের দ্বিতীয় সোনা জয়।
ইতি খাতুন, মেহনাজ আক্তার মনিরা ও বিউটি রায়ের সমন্বয়ে গঠিত দল দারুণ নৈপুণ্য দেখিয়ে উড়িয়ে দিয়েছে লঙ্কান আর্চারদের। তারা জিতেছেন ৬-০ সেটে।
এর আগে দিনের প্রথম সোনা আসে পুরুষদের দলগত রিকার্ভে। রোমান সানা, হাকিম আহমেদ রুবেল ও তামিল ইসলাম ৫-৩ সেটে জয়ী হন। তারাও হারান শ্রীলঙ্কার আর্চারদের।
সবমিলিয়ে এবারের আসরে বাংলাদেশের সোনার পদকের সংখ্যা বেড়ে হলো নয়টি।
আসরের দ্বিতীয় দিনে প্রথম সোনা জিতেছিল বাংলাদেশ, তায়কোয়ান্দো থেকে। তৃতীয় দিনে লাল-সবুজের প্রতিনিধিরা পেয়েছিল আরও তিনটি সোনার পদক। সবগুলো এসেছিল কারাতে থেকে। পরের তিন দিনে আসেনি কোনো সুখবর।
আগের দিন গেরো খোলে, শেষ হয় অপেক্ষার পালা। তিনটি সোনার পদক জেতে বাংলাদেশ। দুটি ভারোত্তোলনে, একটি ফেন্সিংয়ে।
Comments