বাংলাদেশকে দিবারাত্রির টেস্ট খেলার প্রস্তাব পাকিস্তানের

বাংলাদেশের পাকিস্তান সফর হবে কিনা, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ পাকিস্তানে যাবে কিনা তা নিয়েই এখনো ধোঁয়াশা দূর হয়নি। কিন্তু এরমধ্যে নাকি বাংলাদেশকে গোলাপি বলে দিবারাত্রির টেস্ট খেলার আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমন খবরই দিয়েছে ক্রিকেট ওয়েবপোর্টাল ইএসপিএন ক্রিকইনফো।
BCB-PCB

বাংলাদেশের পাকিস্তান সফর হবে কিনা, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ পাকিস্তানে যাবে কিনা তা নিয়েই এখনো ধোঁয়াশা দূর হয়নি। কিন্তু এরমধ্যে নাকি বাংলাদেশকে গোলাপি বলে দিবারাত্রির টেস্ট খেলার আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমন খবরই দিয়েছে ক্রিকেট ওয়েবপোর্টাল ইএসপিএন ক্রিকইনফো।   

সংবাদ মাধ্যমটি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সূত্রে জানিয়েছে, আসছে জানুয়ারিতে বাংলাদেশের পাকিস্তান সফরে একটি টেস্ট দিবারাত্রির করতে চায় পিসিবি। এমনকি ভেন্যুর ব্যাপারেও একটা সিদ্ধান্ত নিয়ে রেখেছে পিসিবি। বিসিবি রাজি হলে করাচিতে হতে পারে সেই ম্যাচ।

এই ব্যাপারে এখনো পর্যন্ত কোন প্রতিক্রিয়া জানায়নি বিসিবি। দল পাকিস্তান সফরে যাবে কিনা সে ব্যাপারেও কোন সিদ্ধান্তে আসেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

গত বৃহস্পতিবার ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান জানিয়েছিলেন, পাকিস্তান সফরের ব্যাপারে সরকারের অনাপত্তিপত্রের অপেক্ষায় আছে বোর্ড। সরকার থেকে সবুজ সংকেত পেলেই এই সফরে নিয়ে সিদ্ধান্ত জানাবে বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানান, পাকিস্তানের নিরাপত্তা খতিয়ে দেখতে বাংলাদেশের নিরাপত্তা পর্যবেক্ষক দল সে দেশ সফর করে এসেছে। তাদের প্রতিবেদন পাওয়ার উপরই নির্ভর করছে এই সফরের ভবিষ্যৎ। 

২০০৯ সালে টেস্ট সিরিজ চলাকালীন শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর হামলার পর পাকিস্তানে বন্ধ ছিল আন্তর্জাতিক ক্রিকেট। পরে ছোট আকারে সীমিত পরিসরের ক্রিকেট ফিরলে এখনো হয়নি টেস্ট। তবে সম্প্রতি পাকিস্তান সফরে টেস্ট খেলতে যাচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার সফরের পর পাকিস্তানে সফর করার ব্যাপারে পিসিবির চাপ বাড়ছে বিসিবির উপর।

টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে জানুয়ারি মাসে পাকিস্তানে দুই টেস্ট খেলার কথা বাংলাদেশের। এই সফরে আছে তিনটি টি-টোয়েন্টিও।  

গোলাপি বলে ভারতের বিপক্ষে এবারই প্রথম দিবারাত্রির টেস্ট খেলেছে বাংলাদেশ। পাকিস্তান অবশ্যই দিবারাত্রির টেস্ট বেশ এগিয়ে। এই পর্যন্ত আলাদা তিন প্রতিপক্ষের বিপক্ষে চারটি দিবারাত্রির টেস্ট খেলে ফেলেছে তারা। 

Comments

The Daily Star  | English
bd govt logo

25 districts including Dhaka get new DCs

Deputy commissioners were withdrawn from these districts on August 20

25m ago