ফাইনালের আগে আফিফ-সাইফদের গুঁড়িয়ে দিল শ্রীলঙ্কা

দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের ছেলেদের ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার অনূর্ধ্ব-২৩ দল। সোনার লড়াইয়ের আগে পোশাকি মহড়ায় একেবারেই পাত্তা পাননি আফিফ হোসেন-সাইফ হাসানরা। এতে পরিষ্কার বোঝা গেছে, ফাইনালটা মোটেও সহজ হচ্ছে না বাংলাদেশের জন্য।
রবিবার (৮ ডিসেম্বর) লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলকে গুঁড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ দল। তারা জিতেছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে।
নেপালের কাঠমুন্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ২০ ওভারে তোলে ৬ উইকেটে ১৫০ রান। লক্ষ্য তাড়ায় লঙ্কানরা জিতেছে ২৩ বল হাতে রেখে।
এ ম্যাচে বিশ্রাম দেওয়া হয় নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকারকে। তাদের অনুপস্থিতিতে মাহিদুল ইসলাম অঙ্কনের ৩৮ বলে ৪৪ ও ইয়াসির আলির ৪৫ বলে ৫১ রানে ভর করে দেড়শো ছোঁয় বাংলাদেশ।
জবাব দিতে নেমে নিশান মাদুশকার উইকেটটি কেবল হারায় লঙ্কানরা। যদিও বাংলাদেশের দলনেতা সাইফ হাসান ব্যবহার করেন সাত বোলারকে। ওপেনার পাথুম নিসানকা ৫২ বলে ৬৭ ও তিনে নামা লাসিথ ক্রুসপুলে ৪১ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় উইকেটে তাদের অবিচ্ছিন্ন জুটিতে আসে ১৩৪ রান।
আগামীকাল সোমবার ফাইনালে নামবে এই দুদল।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল: ২০ ওভারে ১৫০/৬ (নাঈম ৬, সাইফ ৪, অঙ্কন ৪৪, আফিফ ৬, ইয়াসির ৫১, জাকির ২০*, মেহেদি ৮; আসিথা ২/২৯, কাভিশকা ১/২৯, ড্যানিয়েল ১/২২, সাচিন্দু ০/২৭, পেইরিস ০/২৪, আশান ১/১৩)
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ দল: ১৬.১ ওভারে ১৫১/১ (নিসানকা ৬৭*, মাদুশকা ৬, ক্রুসপুলে ৭৩* ; সুমন ০/১৩, মেহেদি রানা ১/৪৪, মেহেদি ০/১৫, তানভির ০/২৬, আফ্রিদি ০/২৮, আফিফ ০/১৪, সাইফ ০/১১)।
Comments