মাদকাসক্ত স্বামীর হাতে খুন গর্ভবতী স্ত্রী, দুই সন্তান
রংপুর শহরের কামালকাছনা এলাকায় মাদকাসক্ত এক স্বামীর হাতে খুন হয়েছেন তার গর্ভবতী স্ত্রী ও দুই সন্তান। পুলিশ বলেছে, গত রাতে কোনো এক সময় আব্দুর রাজ্জাক (৩৮) নামের ওই ব্যক্তি এই খুনগুলো করেছেন।
নিহতরা হলেন, রাজ্জাকের স্ত্রী আসিফা আক্তার রত্না (৩২), তাদের তিন বছরের মেয়ে নেহা ও এক বছরের ছেলে নিশাত। রংপুর মহানগর পুলিশের উপ কমিশনার কাজি মুত্তাকি ইবনু মিনান নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে আজ দুপুর ১টার দিকে বাড়ি থেকে লাশগুলো উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
খুনে জড়িত সন্দেহে স্থানীয় লোকজন রাজ্জাককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে।
উপ কমিশনার মিনান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজ্জাক খুনের কথা স্বীকার করেছে। সে প্রথমে তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে। একই কায়দায় দুই সন্তানকেও হত্যা করে সে। এর পর সে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়। পারিবারিক কলহ থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে।
ওই পারিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, রাজ্জাক মাদকাসক্ত। নিহত রত্নার বড়ভাই এসএম আব্দুর রশিদ বলেন, তার বোনকে নির্যাতন করা হতো। মাদক ছেড়ে রিকশা কেনার কথা বলে রাজ্জাক তার কাছে ৭০ হাজার টাকা ধার নিয়েছিল। কিন্তু অনেকবার টাকা চাওয়ার পরও সে তা পরিশোধ করেনি।
Comments