আর্চারিতে নবম সোনা আনলেন ইতি খাতুন

আর্চারিতে বাংলাদেশের বিজয় কেতন উড়ছেই। আগের দিন ছয় সোনা জেতার পর সোমবার সকালে পর পর এসেছে তিন সোনা। মেয়েদের ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে ভুটানের প্রতিযোগীকে হারিয়ে সোনা জিতেছেন ইতি খাতুন।
ছবি: আতিক আনাম

আর্চারিতে বাংলাদেশের বিজয় কেতন উড়ছেই। আগের দিন ছয় সোনা জেতার পর সোমবার সকালে পর পর এসেছে তিন সোনা। মেয়েদের ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে ভুটানের প্রতিযোগীকে হারিয়ে সোনা জিতেছেন ইতি খাতুন।

সোমবার সকালে ৭-৩ সেটে জেতেন আগের দিন দলগত ইভেন্টে সোনা জেতা ইতি।  ইতির পর পুরুষদের ব্যক্তিগত রিকার্ভেও সোনা পায় বাংলাদেশ। রোমান সানা আর্চারি দলের সাফল্যের শতভাগ পূর্ণ করেন। এতে এবারের এসএ গেমসে দশ ইভেন্টের সবগুলোতেই জিতলেন বাংলাদেশের আর্চাররা। 

রোববার রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে রোমান সানা, মোহাম্মদ তামিমুল ইসলাম ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল জেতেন সোনা । তারা ৫-৩ সেট পয়েন্টে হারান শ্রীলঙ্কাকে। নারীদের দলগত ইভেন্টে ইতি খাতুন, মেহনাজ আক্তার মনিরা ও বিউটি রায় ৬-০ সেট পয়েন্টে পান দ্বিতীয় সোনা। রিকার্ভের নারী-পুরুষ মিশ্র ইভেন্ট থেকে আসে তৃতীয় সোনা। 
 
দলগত কম্পাউন্ড পুরুষ  ফাইনালে ভুটানকে ২২৫-২১৪ স্কোরে হারিয়ে দেশকে সেরা সাফল্য এনে দেন অসীম কুমার দাস, সোহেল রানা ও মোহাম্মদ আশিকুজ্জামানে গড়া বাংলাদেশ দল।
 
একই ইভেন্টে সুস্মিতা বণিক, শ্যামলী রায় ও সোমা বিশ্বাসকে নিয়ে গড়া বাংলাদেশ নারী দল শ্রীলঙ্কাকে ২২৬-২১৫ পয়েন্ট হারিয়ে জেতে সোনা। কম্পাউন্ডের মিশ্র দ্বৈতে জুয়েল রানা-রোকসানা আক্তার জুটি নেপালকে হারিয়ে জেতেন ৬ষ্ঠ সোনা। 

Comments

The Daily Star  | English

The psychological costs of an uprising

The systemic issues make even the admission of one’s struggles a minefield

11h ago