শুঁটকি পল্লীতে শৈশব
মাটি থেকে বেশ ওপরে বাঁশের মাচায় দু’পায়ে ভর দিয়ে মাছ শুকানোর কাজ করছে তিন শিশু। চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ তীরের ডায়মন্ড ঘাটা এলাকার নিত্যদিনের দৃশ্য এটি। এদের বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে। মাছ শুকানো থেকে শুরু করে ঝুড়িতে তোলা পর্যন্ত প্রায় সব কাজেই মায়েদের সহায়তা করে এই শিশুরা।
ছবিগুলো তুলেছেন রাজীব রায়হান।
Comments