মালয়েশিয়া ফেরত অবৈধ অভিবাসীদের বিমান ভাড়ায় ভর্তুকি দেবে সরকার

মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশি অভিবাসীদের ফিরে আসার জন্য বিমান ভাড়া হিসেবে ১০ হাজার টাকা করে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কুয়ালালামপুর-ঢাকা ফ্লাইটের টিকিটে এই ভর্তুকি দেওয়া হবে।
biman bangladesh
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশি অভিবাসীদের ফিরে আসার জন্য বিমান ভাড়া হিসেবে ১০ হাজার টাকা করে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কুয়ালালামপুর-ঢাকা ফ্লাইটের টিকিটে এই ভর্তুকি দেওয়া হবে।

মালয়েশিয়া সরকারের সাধারণ ক্ষমায় ‘ব্যাক ফর গুড’ প্রোগ্রামের আওতায় অনিবন্ধিত শ্রমিকরা দেশে ফিরতে পারবেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে আজ এই কথা জানিয়েছেন।

ভর্তুকির পর কুয়ালালামপুর থেকে ঢাকায় ফিরতে প্রবাসী শ্রমিকদের বিমান ভাড়া বাবদ খরচ হবে ২৩ হাজার টাকা।

প্রবাসী শ্রমিকদের দেশে ফিরে আসার ঘটনা বাড়তে থাকায় সুযোগ বুঝে ঢাকা-কুয়ালালামপুর রুটে ফ্লাইট পরিচালনাকারী বিমান সংস্থাগুলো গত কয়েক মাসে ভাড়া পাঁচ থেকে ছয় গুণ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। স্বাভাবিকভাবে এই রুটের একমুখী টিকিটের ভাড়া ১০-১৫ হাজার টাকার মধ্যে থাকে। এয়ারলাইনস সংস্থার সূত্রগুলো জানায়, সাম্প্রতিক মাসগুলোতে এই রুটের যাত্রীদের টিকিট প্রতি ৫০-৬০ হাজার টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে।

Comments