মিয়ানমারের বিরুদ্ধে শুনানি শুরু বিকাল ৩টায়
মিয়ানমারের রাখাইন (সাবেক আরাকান) রাজ্যে জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে দেশটির সামরিক বাহিনীর গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা মামলার শুনানি শুরু হচ্ছে আজ (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৩টায়।
নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আইসিজের ওয়েবসাইটে শুনানির সময় উল্লেখ করে বলা হয়, আদালত আজ তিনদিনের গণশুনানি শুরু করবে। বিকাল ৩টায় শুরু হতে যাওয়া তিন ঘণ্টার শুনানিতে সাক্ষ্য-প্রমাণ দাখিল করবে গাম্বিয়া প্রজাতন্ত্র।
আগামীকাল (১১ ডিসেম্বর) একই সময়ে শুরু হওয়া শুনানিতে অংশ নিবে মিয়ানমার।
শুনানির শেষ দিনে (১২ ডিসেম্বর) বিকাল ৩টায় দেড় ঘণ্টার আলোচনায় অংশ নিবে গাম্বিয়া এবং বিরতির পর রাত সাড়ে ৯টায় শুরু হওয়া দেড় ঘণ্টার আলোচনায় অংশ নিবে মিয়ানমার।
উল্লেখ্য, গণহত্যার মামলার শুনানিতে মিয়ানমারের পক্ষে অংশ নিতে নেদারল্যান্ডসে অবস্থান করছেন দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি। আর গাম্বিয়ার পক্ষে মামলায় অংশ নিবেন দেশটির অ্যাটর্নি জেনারেল ও আইনমন্ত্রী আবুবকর মারি তামবাদু।
মধ্য আফ্রিকার দেশ রুয়ান্ডার গণহত্যার জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার অভিজ্ঞতায় রয়েছে তামবাদুর।
Comments