অমিত শাহ’র বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাব

আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক যুক্তরাষ্ট্রের একটি কমিশন ইউএসসিআইআরএফ জানিয়েছে, ভারতীয় সংসদের উভয় কক্ষেই যদি নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়ে যায়, তাহলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও ক্ষমতাসীন বিজেপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া উচিত।
Amit Shah
অমিত শাহ। ফাইল ফটো

আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক যুক্তরাষ্ট্রের একটি কমিশন ইউএসসিআইআরএফ জানিয়েছে, ভারতীয় সংসদের উভয় কক্ষেই যদি নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়ে যায়, তাহলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও ক্ষমতাসীন বিজেপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া উচিত।

আজ (১০ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিলটি ‘‘বিপদজনকভাবে ভুল দিকে বাঁক নিচ্ছে” বলেও মন্তব্য করেছে কমিশন।

নাগরিকত্ব সংশোধনী বিলে বলা হয়েছে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে যে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টানরা ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে এসেছেন তাদের বেআইনি অনুপ্রবেশকারী হিসেবে ধরা হবে না। তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে।

ইউএসসিআইআরএফ জানিয়েছে, লোকসভায় অমিত শাহর উত্থাপন করা বিলে ধর্মকে মানদণ্ড হিসেবে ব্যবহার করা হয়েছে।

গতকাল (৯ ডিসেম্বর) লোকসভায় নাগরিকত্ব (সংশোধনী) বিল উত্থাপন করেন অমিত শাহ। বিলটি ৩১১-৮০ ভোটে পাস হয় আজ ভোররাতে। এরপর এটি রাজ্যসভায় উত্থাপন করা হবে।

এই বিলের বিরোধিতা করে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল।

“বিলটি ভারতের ধর্মনিরপেক্ষ মনোভাবের ইতিহাসের বিরোধিতা করছে,” উল্লেখ করে ইউএসসিআরএফ জানায়, এটি একটি বিপদজনক দিকে বাঁক নিচ্ছে। কমিশনের বক্তব্য, বিলটি ভারতীয় সংবিধানের বিরোধিতা করছে। সংবিধানে সবার সাম্যের কথা বলা হয়েছে।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

29m ago