বাদ পড়ার শঙ্কা নিয়েই সলজবুর্গের মাঠে নামছে লিভারপুল

ছবি: এএফপি

গতবারের চ্যাম্পিয়ন তারা। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ রাউন্ডে এসেও বাদ পড়ার শঙ্কা কাটেনি তাদের। অথচ ১০ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে তারা। এমন নয় যে জিততেই হবে, ড্র করলেই মিলবে পরের রাউন্ডের টিকেট। কিন্তু হারলে যে বিদায় নিতে হবে গ্রুপ পর্ব থেকেই। এমন পরিস্থিতিতে আজ রেডবুল সলজবুর্গের মাঠে নামছে লিভারপুল।

তবে হেরেও পরের রাউন্ডে যেতে পারে লিভারপুল। সেক্ষেত্রে গেঙ্কের কাছে হারতে হবে নাপোলির। আবার নাপোলি জিতলেও সুযোগ থাকছে। সেক্ষেত্রে সলজবুর্গের মাঠে এক গোলের ব্যবধানে হারলে পরের রাউন্ডে যাবে লিভারপুলই। আর গেঙ্কের সঙ্গে নাপোলি ড্র করলে হার এড়াতেই হবে লিভারপুলকে।

তবে লিভারপুলকে সলজবুর্গ হারিয়ে দিলে এবং নাপোলি ও গেঙ্কের ম্যাচ ড্র হলে শীর্ষ তিন দলেরই পয়েন্ট হবে ১০। সেক্ষেত্রে হেড টু হেড রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হবে নাপোলি। রানার্স আপ হয়ে পরের রাউন্ডে যাবে সলজবুর্গ। বাদ পরে যাবে লিভারপুল। এমনটা হলে ২০১২/১৩ মৌসুমের পর আগের বছরের চ্যাম্পিয়ন হয়েও গ্রুপ পর্ব পার হতে না পাড়া প্রথম দল হবে যারা। সেবার গ্রুপ পর্ব পার হতে পারেনি চেলসি।

এতো শত পরিসংখ্যান না দেখে পরিষ্কার জয় নিয়েই মাঠ ছাড়তে চায় অলরেডরা। তবে কাজটা বেশ কঠিন, তা ভালো করেই জানে ইংলিশ জায়ান্টরা। ম্যানেজার ক্লপ তাই সতর্ক করে দিয়েছেন শিষ্যদের, 'আমাদের বিপক্ষে সলজবুর্গকে জিততে হবে, লিভারপুলের বিপক্ষে। এটা হতেও পারে কারণ এটা ফুটবল। তবে আমরা আগের বছরের চ্যাম্পিয়ন কিংবা দুই বছর আগের ফাইনালিস্টের মতো নই। আমাদের প্রত্যাশা অনেক বেশি। টিকে থাকার জন্য আমরা সবকিছুই করব। তবে সহজেই যে জয় পাব তা নয়, আমাদের শতভাগ দিয়ে লড়াই করে জিততে হবে।'

এর আগে প্রথম লেগের ম্যাচে নিজেদের মাঠেই সলজবুর্গকে হারাতে জয় পেতে ঘাম ছুটে গিয়েছিল লিভারপুলের। অ্যানফিল্ডে ইয়ুর্গেন ক্লপের দল জিতেছিল ৪-৩ ব্যবধানে। তার উপর বর্তমান চ্যাম্পিয়ন হলেও অ্যাওয়ে ম্যাচের পরিসংখ্যান খুব একটা ভালো নয় তাদের। ক্লপ দায়িত্ব নেওয়ার পর আটটি অ্যাওয়ে ম্যাচের মাত্র দুইটিতে জিতেছে তারা। তাই সব মিলিয়ে বড় শঙ্কাই অপেক্ষা করছে অলরেড সমর্থকদের।

Comments

The Daily Star  | English

BNP hosts discussion on first anniversary of July uprising

Leaders recall sacrifices, call for unity at Dhaka gathering

9m ago