ইন্টার না ডর্টমুন্ড : মৃত্যুকূপ থেকে বার্সেলোনার সঙ্গী কে?
টুর্নামেন্টের শুরু থেকেই মৃত্যুকূপের তকমা পায় গ্রুপ ‘এফ’। কারণ এ গ্রুপে ইউরোপের অন্যতম তিনটি শক্তিশালী দল বার্সেলোনা, ইন্টার মিলান ও বুরুশিয়া ডর্টমুন্ড। আর পুঁচকে স্লাভিয়া প্রাগও ঘাম ঝরিয়ে দিয়েছে জায়ান্টদের। পাঁচ রাউন্ড শেষ বার্সেলোনাই নিশ্চিত করেছে দ্বিতীয় রাউন্ড। নক আউট পর্বে তাদের সঙ্গী পেতে অপেক্ষা করতে হচ্ছে শেষ রাউন্ড পর্যন্তই।
পাঁচ ম্যাচ শেষে ১১ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নক আউটে পা রেখেছে বার্সেলোনা। ইন্টার ও ডর্টমুন্ডের পয়েন্ট সমান ৭। পরের রাউন্ডে যেতে হলে শেষ ম্যাচে ডর্টমুন্ডের ফলাফল যা হবে, তাই রাখতে হবে ইন্টারকে। অর্থাৎ ডর্টমুন্ড জিতলে বার্সাকে হারাতে হবেই ইন্টারকে। ড্র করলে কাতালানদের রুখে দিয়েও সুযোগ থাকছে ইটালিয়ান ক্লাবটির।
অন্যদিকে শেষ ম্যাচ থেকে ইন্টারের চেয়ে বেশি পয়েন্ট পেতে হবে ডর্টমুন্ডকে। কারণ হেড টু হেডে এগিয়ে রয়েছে ইন্টারই। দুই দলই নিজেদের মাঠে জয় পেলেও অ্যাওয়ে গোলে এগিয়ে রয়েছে নাজারুজ্জিরা। সেক্ষেত্রে ইন্টারের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে ডর্টমুন্ডকে। বার্সার সঙ্গে ড্র কিংবা হারতে হবে ইন্টারকে। আর স্লাভিয়ার বিপক্ষে জিততেই হবে তাদের।
ছিটকে পড়া স্লাভিয়া প্রাগের বিপক্ষে অপর ম্যাচে অবশ্য ফেভারিট ডর্টমুন্ডই। ভালো খেললেও ডর্টমুন্ডের মাঠ থেকে জয় নিয়ে আসাটা বেশ কঠিনই হবে প্রাগের জন্য। তবে সে সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। কারণ বার্সেলোনাকে তাদেরই মাঠে রুখে দিয়েছিল দলটি।
ইন্টারের জন্য সুখবর অ্যাওয়ে ম্যাচে খেলছেন না বার্সার সেরা তারকা লিওনেল মেসি। নেই জেরার্দ পিকে ও জর্দি অলবাও। দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাওয়ায় এবং সামনে এল ক্লাসিকো থাকায় তাদের বিশ্রাম দিয়েছেন কোচ এরনেস্তো ভালভার্দে। এছাড়া স্কোয়াডে থাকলেও লুইস সুয়ারেজসহ সেরা তারকার আরও কাউকেও একাদশে না রাখতে পারেন তিনি। সেক্ষেত্রে সানসিরোতে জয় পাওয়ার সম্ভাবনাটা কিছুটা হলেও বেড়ে গিয়েছে তাদের।
Comments