সেই বাধ্যবাধকতা পরে রাখতে পারল না বিসিবি

নিয়ম করা হচ্ছে, বারবার তা বদলেও যাচ্ছে। সময়সূচীও ঠিক থাকছে না। এমনকি খেলার আগের দিন বদলে যাচ্ছে টিম ডিরেক্টর। নতুন আদলের বিপিএলে লেগ স্পিনার খেলানোর নিয়ম বাধ্যতামূলক করার কথা জানানো হয়েছিল শুরুতে। শুনতে অদ্ভুত শোনালেও বিসিবি থেকে জানানো হয়েছিল, বিপিএলে লেগ স্পিনারদের চার ওভার বোলিং করানোও তারা বাধ্যতামূলক করতে যাচ্ছেন। কিন্তু টুর্নামেন্ট শুরুর একদিন আগে জানা গেল প্লেয়িং কন্ডিশনে আসলে তেমন কিছু নেই।
Bangabandhu BPL 2019 logo

নিয়ম করা হচ্ছে, বারবার তা বদলেও যাচ্ছে। সময়সূচীও ঠিক থাকছে না। এমনকি খেলার আগের দিন বদলে যাচ্ছে টিম ডিরেক্টর। নতুন আদলের বিপিএলে লেগ স্পিনার খেলানোর নিয়ম বাধ্যতামূলক করার কথা জানানো হয়েছিল শুরুতে। শুনতে অদ্ভুত শোনালেও বিসিবি থেকে জানানো হয়েছিল, বিপিএলে লেগ স্পিনারদের চার ওভার বোলিং করানোও তারা বাধ্যতামূলক করতে যাচ্ছেন। কিন্তু টুর্নামেন্ট শুরুর একদিন আগে জানা গেল প্লেয়িং কন্ডিশনে আসলে তেমন কিছু নেই।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের বিপিএলের নাম বঙ্গবন্ধু বিপিএল। শুরু হচ্ছে বুধবার থেকে। মঙ্গলবার রংপুর রেঞ্জার্স তাদের জার্সি উন্মোচন ও অধিনায়কের নাম ঘোষণায় এসে জানা গেল, এতদিন যিনি টিম ডিরেক্টর হিসেবে দল সাজিয়েছেন সেই আকরাম খান এই ভূমিকায় আর নেই। দলের নতুন টিম ডিরেক্টর এনায়েত হোসেন সিরাজ।

সেই সিরাজই পরে দিলেন আরও নতুন তথ্য। নতুন আদলে বিশেষ বিপিএলের তোড়জোড় শুরুর পর বিসিবি পক্ষ থেকে মাহবুব আনাম জানিয়েছিলেন, এবার বিপিএলে একাদশে বাধ্যতামূলক করা হচ্ছে লেগ স্পিনার। রাখা হচ্ছে একাদশে ১৪০ কিমি গতির পেসারও রাখার নিয়মও। পরে বোর্ড পরিচালক নাজমুল হাসানও দিয়েছিলেন তার কথায় সায়।

গত ১০ অক্টোবর বঙ্গবন্ধুর নামে নতুন আদলের বিপিএলের ঘোষণায় এসে মাহবুব আনাম বলেছিলেন,  ‘কিছু কিছু নিয়ম বাধ্যতামূলক থাকবে। ফ্র্যাঞ্চাইজি যখন আসে, তখন তাদের জয় পাওয়ার আশায় জাতীয় দলের ক্রিকেটাররা পিছিয়ে পড়ে গেছে। সেক্ষেত্রে আমাদের জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট থেকে কিছু পরামর্শও আসছে,  আমাদের লেগ স্পিনার  দরকার, প্রতিটি দলে একজন লেগ স্পিনার খেলাতেই হবে, এবং তাকে বাধ্যতামূলকভাবে ৪ ওভার বোলিং করাতেই হবে। যেহেতু ৪ ওভার বোলিং করতেই হবে একাদশে তো রাখা লাগবেই।’

রংপুর দলের স্কোয়াডে একমাত্র লেগ স্পিনার হিসেবে আছেন কেবল অনূর্ধ্ব-১৯ দলের রিশাদ হোসেন। যুব বিশ্বকাপের ক্যাম্প শুরু হলে তাকে পাবে না রংপুর। পুরো টুর্নামেন্টে কি করে তারা এই নিয়ম মানবে,  এই প্রশ্নে চমকে উঠেন অধিনায়ক মোহাম্মদ নবি। তিনি জানান এমন কোন নিয়মের কথা তিনি জানেনই না।  পাশেই থাকা সিরাজ তার কাছ থেকে মাইক্রোফোন নিয়ে ব্যাখ্যা দিয়ে জানান এমন কিছু তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে না। স্বাভাবিক নিয়মেই টিম কম্বিনেশন সাজাবেন তারা, তবে লেগ স্পিনার রাখার চেষ্টা করবেন,  ‘টিম কম্বিনেশনের ব্যাপার আছে। আমরা লেগ স্পিনার খেলানোর চেষ্টা করব,  অগ্রাধিকার দেব।’

‘আমার মনে হয় না বাধ্যতামূলক এমন  কিছু আছে (লেগ স্পিনার খেলানো)। এটা হচ্ছে অগ্রাধিকার দেওয়া কারণ আমাদের লেগ স্পিনারের ঘাটতি আছে সেজন্য। কিন্তু প্লেয়িং কন্ডিশনে এমন কিছু নেই। আমরা জাতীয় স্বার্থে লেগ স্পিনার খেলাতে চেষ্টা করব।’

প্লেয়িং কন্ডিশনে এমন কিছু নেই দেখেননি বলে নিশ্চিত করেন টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসানও, ‘এরকম কিছু আমার চোখে পড়েনি, অবশ্য গভীরভাবে তলিয়ে দেখিনি তবে আমার মনে হয় না এমন কিছু আছে।’

১৪০ কিমি গতির পেসার খেলানো নিয়ে তবে কি চিন্তা? সিরাজের পাল্টা জিজ্ঞাসা, উইকেট কি তেমন আছে?

বিপিএলে অবশ্য নিয়ম বদলের ঘটনা নতুন নয়। এর আগে টুর্নামেন্ট চলা অবস্থাতেও প্লেয়িং কন্ডিশনই বদলে ফেলার নজির আছে। এবার বিশেষ বিপিএল তকমা দেওয়া হলেও শুরুর আগেই ভিন্ন কিছুর ইঙ্গিত মিলছে না।

 

Comments

The Daily Star  | English

Wage growth still below inflation

Unskilled workers wage grew 8.01% in September this year when inflation was 9.92%

4h ago