বিজয় মনে করছেন যেখানে সবার চেয়ে এগিয়ে ঢাকা

টুর্নামেন্ট শুরুর আগেই কাউকে এগিয়ে রাখা মুশকিল। ক্রিকেটারদের নামডাক দেখে ভালো, খারাপ দলের একটা ধারণা করা হয়। তবে এনামুল হক বিজয় তাদের দল ঢাকা প্লাটুনকে এগিয়েই রাখছেন। তার কিছু কারণও ব্যাখ্যা করেছেন তিনি।
Dhaka Platoon
ঢাকা প্লাটুনের অনুশীলনে তামিম ইকবাল, মাশরাফি মর্তুজা ও কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ছবি: ফিরোজ আহমেদ

টুর্নামেন্ট শুরুর আগেই কাউকে এগিয়ে রাখা মুশকিল। ক্রিকেটারদের নামডাক দেখে ভালো, খারাপ দলের একটা ধারণা করা হয়। তবে এনামুল হক বিজয় তাদের দল ঢাকা প্লাটুনকে এগিয়েই রাখছেন। তার কিছু কারণও ব্যাখ্যা করেছেন তিনি।

এবার ঢাকায় আছেন অভিজ্ঞ ক্রিকেটাররা। অধিনায়ক করা হয়েছে বিপিএলের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। আছেন তামিম ইকবাল, মুমিনুল হকের মতো ক্রিকেটার। দলে আছেন অভিজ্ঞ শহীদ আফ্রিদি।

তবে এদের সবার সঙ্গে ছায়া হয়ে আছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সাত দলের মধ্যে একমাত্র দেশি কোচ তিনিই। গত বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ ছিলেন সালাউদ্দিন। সে দলে ছিলেন বিজয়, তামিম, আফ্রিদিও।

আগের আসরের বেশ কয়েকজন এবারও আছেন এবারও। সবচেয়ে বড় কথা দেশি কোচ সালাউদ্দিনও আছেন। এই জায়গায় ঢাকা অনেক বেশি এগিয়ে থাকবে বলে মত তার, ‘আসলে আমরা সবাই একসঙ্গে অনেক দিন ধরে খেলেছি। গতবার অনেকেই একসঙ্গে খেলেছি, দেশি এবং বিদেশি। এইজন্য বন্ধনটা ভাল। এবং কোচও আগের বছর যিনি ছিলেন, তিনিই আছেন। এই কারণে বন্ধনটা শক্ত।’ 

বাকি সব দলে বিদেশি কোচ। ঢাকায় আছেন দেশি কোচ। এই জায়গাতেও একটা সুবিধা দেখছেন বিজয়। এই ওপেনার মনে করেন দেশি কোচ হওয়ায় তাদের যোগাযোগের ব্যাপারটা হচ্ছে মজবুত। নিজেদের শক্তি, দুর্বলতা বুঝতে পারছেন আরও ভালো করে,  ‘আসলে মনের কথাগুলো বলতে হলে দেশি কোচ হলে এই কাজটা সহজ হয়। সব খেলোয়াড়  একদম ফ্লুয়েন্ট ইংরেজি বলতে পারে না। দেশি কোচ থাকলে কি হয় যোগাযোগের খুব সুন্দর একটা অবস্থান থাকে। এবং আমরা নিজেরা নিজেরা বলতে পারি আমাদের শক্তি, দুর্বলতা। বা আমাদের অবস্থান কেমন ইত্যাদি। এদিক থেকে সালাউদ্দিন স্যার সবার থেকে সেরা আমার মনে হয়। উনি প্রতিটা খেলোয়াড়ের কাছে যায়। স্যারের সঙ্গে খেলে প্রতিটা খেলোয়াড়ই আনন্দ পায়। যেকোনো সময় যেকোনো খেলোয়াড়কে সাহায্য করতে প্রস্তুত থাকে। এমন কোচের অধীনে খেলতে পারাও নিজের শেখার অনেক কিছু আছে। এবং টিম কম্বিনেশনও দারুণ থাকে।’

Comments

The Daily Star  | English

DHL, Daily Star honour five business luminaries for outstanding achievements

The theme of this year's event is "Bangladesh on the rebound".

2h ago