আন্তর্জাতিক আইন অনুযায়ী বিচার হওয়া অযৌক্তিক: সু চি
আন্তর্জাতিক বিচার আদালতে অং সাং সু চি বলেছেন, রাখাইন প্রদেশে রোহিঙ্গা স্যালভেশন আর্মির সঙ্গে সেনাবাহিনীর লড়াইয়ে দুঃখজনকভাবে সেখানকার মুসলিম জনগোষ্ঠীর বহু মানুষকে বাংলাদেশ পালিয়ে যেতে হয়েছে।
রাখাইনে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযানের সময় সেনাবাহিনীর হাতে নিরীহ লোকজন নিহত হওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, মিয়ানমারের সংবিধান অনুযায়ী সামরিক আদালতে অপরাধী সেনা সদস্যদের বিচার হচ্ছে। বেশ কয়েকটি ঘটনায় সেনা সদস্যদের সাজা পাওয়ার কথাও আন্তর্জাতিক বিচার আদালতকে জানান তিনি।
কিন্তু এর জন্য আন্তর্জাতিক আইন অনুযায়ী বিচার হওয়া অযৌক্তিক বলে দাবি করেন সু চি। সুষ্ঠু প্রক্রিয়ায় অপরাধীদের দ্রুত বিচার চলছে জানিয়ে সু চি বলেন, আন্তর্জাতিক হস্তক্ষেপ হলে দোষী সেনা সদস্যদের বিচার প্রক্রিয়া থমকে যাবে। আন্তর্জাতিক বিচার প্রক্রিয়ার চেয়ে যেকোনো দেশের অভ্যন্তরীণ বিচার প্রক্রিয়া সব সময় দ্রুত সম্পন্ন হয়।
রাখাই রাজ্যে চলমান গণহত্যার যে অভিযোগ গাম্বিয়া নিয়ে এসেছে তা সঠিক নয় দাবি করে সু চি বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া লোকজনকে এখন ফিরিয়ে আনার জন্য কাজ চলছে। সেখানে যে এখন গণহত্যা চলছে না এটাই তা প্রমাণ করে।
আরও পড়ুন:
রাখাইন রাজ্যের সমস্যাটি আন্তর্জাতিক আদালতে আনার মতো বিষয় নয়: সু চি
Comments