ভূমি মন্ত্রণালয়ে পদায়ন ও বদলি হবে লটারিতে
তদবির বাণিজ্য ও এ সম্পর্কিত দুর্নীতি রোধ করে ভূমি সেক্টরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে লটারির মাধ্যমে পদায়ন ও বদলি কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
আজ (১১ ডিসেম্বর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন ব্যবস্থাপনা বিভাগ ও সেটেলমেন্ট বিভাগের সার্ভেয়ার ও সমমানের পদ (৩য় শ্রেণি) থেকে কানুনগো অথবা উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার (২য় শ্রেণি) পদে ৫৪৮ জন পদোন্নতিপ্রাপ্ত গণকর্মচারীর পদোন্নতি পরবর্তী পদায়ন ও বদলি লটারির মাধ্যমে নির্ধারণ করার কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “সম্প্রতি কোনো কোনো জায়গা থেকে অভিযোগ শোনা গেলে আমি এ প্রক্রিয়ায় নতুন পদোন্নতিপ্রাপ্তদের বদলি করতে বলি। আমরা এমন কিছু করতে চাচ্ছি যেনো পদায়ন, বদলি ও অন্যান্য দাপ্তরিক কার্যক্রম প্রক্রিয়ায় প্রশ্নাতীত স্বচ্ছতা থাকে। অনেক সময় এমন জায়গা থেকে তদবির আসে যে আমাদের বিব্রত হতে হয়। সেজন্য আমি সচিব সাহেবকে এ নির্দেশ প্রদান করি।”
সাইফুজ্জামান চৌধুরী আশা ব্যক্ত করে বলেন, “ভবিষ্যতের জন্যে একটি পাথেয় সৃষ্টি হচ্ছে আজ। আজকে একটা স্ট্যান্ডার্ড সৃষ্টি হলো। আমরা একটি সিস্টেম ডেভেলপ করতে চাচ্ছি। বিভাগীয় অভিযোগে যাদের সাজা হয়েছে তাদের পদোন্নতির জন্য বিবেচনা করা হয়নি।”
Comments