প্লাস্টিক কারখানায় আগুন: নিহত ১ আশঙ্কাজনক ৩৩

১০ জনের শরীর শতভাগ পুড়ে গেছে
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় অগ্নিদগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: শাহীন মোল্লা/স্টার

ঢকার দক্ষিণ কেরানীগঞ্জে প্লাস্টিকের কারখানায় আগুনের ঘটনায় আহত ৩৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে একজনের।

হাসপাতালের পরিচালক বিগ্র. জেন. একেএম নাসিরুদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, ভর্তি হওয়াদের মধ্যে ১০ জনের শরীর শতভাগ পুড়ে গেছে। অন্যদেরও  ২০ শতাংশের বেশি দগ্ধ হয়েছে। সবার অবস্থাই আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, অগ্নিদগ্ধদের অনেকের অবস্থাই গুরুতর। তাদের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জিয়াউর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে প্রাইম প্যাটার্ন প্লাস্টিক লিমিটেড নামের কারখানার একতলার টিন শেড ভবনে আগুন লাগে। কারখানাটিতে ওয়ান টাইম গ্লাস, প্লেটের মতো জিনিসপত্র তৈরি করা হতো। দমকলের ১০টি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগর পর ধোয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে যায়। ধোয়ার কারণে আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ১৬-১৭টি এম্বুলেন্সে করে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: 

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন

Comments