ঘরের মাঠে টেস্ট ফেরার দিনটা মন্দ যায়নি পাকিস্তানের
দশ বছর পর পাকিস্তানে টেস্ট ফিরেছে, এমনিতেই স্বস্তির নিশ্বাস তাই তাদের। রাওয়ালপিন্ডি টেস্টর মূল আলোচনাও অনুমিতভাবে তা নিয়েই। তবে ফেরার দিনে মাঠের ক্রিকেটেও খুব একটা মন্দ যায়নি পাকিস্তানের। যদিও থিতু হওয়া ব্যাটসম্যানরা ইনিংস টানতে পারলে দিনটা পুরোটাই নিজেদের করতে পারত শ্রীলঙ্কাই।
রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিন শেষে ৫ উইকেটে ২০২ রান করেছে শ্রীলঙ্কা। ফিফটি করে আউত হয়েছেন অধিনায়ক দিমুথ করুনারত্নে। থিতু হয়ে ফেরেন ওসাদা ফার্নান্ডো আর অ্যাঞ্জেলো ম্যাথিউস।
লঙ্কান ইনিংসে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রো এনে কৈশোর পেরুনো নাসিম শাহ ৫১ রানে নিয়েছেন ২ উইকেট।
সকালে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ হয়েছিল শ্রীলঙ্কার। প্রথম সেশন পার করে দেন দুই ওপেনারই। তাদের জুটি হয়ে উঠছিল বিপদজনক। ১১০ বলে ৫৯ করা করুনারত্নেকে ফিরিয়ে ৯৬ রানের জুটি ভাঙেন শহীন শাহ আফ্রিদি। খানিক পর ৪০ রান করা আরেক ওপেনার ফার্নেন্ডোকে ফেরান নাসিম।
এরপর ছোটখাট ধস নামে লঙ্কান ইনিংসে। ১০ রান করে কুশল মেন্ডিস উসমান শেনওয়ারির বলে ক্যাচ দেন উইকেটের পেছনে। দীনেশ চান্দিমালকে বোল্ড করে দেন মোহাম্মদ আব্বাস।
৬২ রানের জুটিতে পরিস্থিতি সামলান ম্যাথিস আর ধনঞ্জয়া সিলভা। বড় কিছুর ইংগিত দিতে থাকা ম্যাথিউসকে আরেক স্পেলে এসে ফেরান সেই নাসিম। এরপর দিনের বাকি সময় নিরোশান ডিকভেলাকে নিয়ে পার করেন ধনঞ্জয়া।
Comments